পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম বল্পী । স্বামিজী। জীবসেবার চেয়ে আর ধৰ্ম্ম নাই! সেবাধৰ্ম্মের • ঠিক ঠিক অনুষ্ঠান করতে পারলে মুতি সহজেই সংসারবন্ধন কেটে যায়-“মুক্তিঃ করফলায়তো ।” এইবার গিরিশবাবুকে সম্বোধন করিয়া স্বামিজী বলিলেন -“দেখ গিরিশবাবু, মনে হয়-এই জগতের দুঃখ দূর কর্ভে আমার যদি হাজারও জন্ম নিতে হয়, তাও নেবাে! তাতে যদি কারও এতটুকু দুঃখ দূর হয়, ত তা করব। অনে হয়, খালি নিজের মুক্তি নিয়ে কি হবে ? সকলকে সঙ্গে নিয়ে ঐ পথে যেতে হবে। কেন বল দেখি এমন ভােব উঠে ?” গিরিশবাবু। তা না হলে আর তিনি (ঠাকুর ) তোমায় সকলের চেয়ে বড় আঁধার বলতেন ! এই বলিয়া গিরিশবাবু কাৰ্য্যন্তরে যাইবেন বলিয়া বিদায় লইলেন । R