পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ বল্পী । ঐহিক কাৰ্য্যের অনুষ্ঠান ও তাহাতে সিদ্ধিলাভ করাও সন্ন্যাস ভিন্ন । হয় না। তিনি সৰ্ব্বদা ত্যাগের উচ্চাদর্শ উৎসাহী যুবকগণের সমক্ষে স্থাপন করিতেন ; এবং কেহ সন্ন্যাস গ্ৰহণ করিবে এইরূপ অভিপ্ৰায় প্রকাশ করিলে তাহাকে সমধিক উৎসাহিত করিতেন ও কৃপা করিতেন। তাহার উৎসাহবাক্যে তখন কতিপয় ভাগ্যবান যুবক সংসার আশ্রম ত্যাগ করিয়া তাহার দ্বারাই সন্ন্যাসাশ্রমে দীক্ষিত হইয়াছিলেন। ইহাদের মধ্যে যে চারিজনকে স্বামিজী ? প্রথম সন্ন্যাস দেন, তাহাদের সন্ন্যাসব্রত গ্রহণের দিন খুিষ্য আলমবাজায় মঠে উপস্থিত ছিল। শিষ্যের মনে সেই দিন এখনও 否怜丽分夺传弧忆豆目 স্বামী নিত্যানন্দ, বিরজানন্দ, প্ৰকাশানন্দ ও নির্ভয়ানন্দ নাম গ্ৰহণ করিয়া শ্ৰীরামকৃষ্ণমণ্ডলীতে ইদানীং যাহারা সুপরিচিত, তাহারাই ঐ দিনে সন্ন্যাস গ্রহণ করেন। মঠের সন্ন্যাসিগণের মুখে শিষ্য অনেকবার শুনিয়াছে যে, ইহাদের মধ্যে একজনকে যাহাতে সন্ন্যাস না দেওয়া হয়, তজ্জন্য স্বামিজীর গুরুভ্রাতৃগণ তঁহাকে বহুধা অনুরোধ করেন। স্বামিজী তদুত্তরে বলিয়াছিলেন, “আমরা যদি পাপী তাপী দীন দুঃখী পতিতের উদ্ধারসাধনে পশ্চাৎপদ হই, তাহা হ’লে কে আর দেখবে-তোমরা এ বিষয়ে কোনরূপ প্ৰতিবাদী হইও না।” স্বামিজীর বলবতী ইচ্ছাই পূর্ণ হইল। অনাথশরণ স্বামিজী নিজ কৃপাগুণে তঁহাকে সন্ন্যাস দিতে কৃতসঙ্কল্প হইলেন । শিষ্য আজ দুই দিন হইতে মঠেই রহিয়াছে। স্বামিজী শিষ্যকে বলিলেন, “তুই ত ভট্টাচাৰ্য বামুন ; আগামী কল্য তুই-ই এদের እsዓ