পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ বল্পী। अकफ्रांत्रिशंभव्र चांब्रा कि ठिक जांशन कब्रांदेशा अश्डन। अशब्र একথাও শুনিয়াছি যে, পরমহংসদেবের অপ্রকট হইবার পর স্বামিজী সন্ন্যাস লইবার বিধিবদ্ধ পদ্ধতি যে সকল উপনিষদাদি শাস্ত্ৰে আছে, সে সকল আনাইয়া স্বীয় গুরুভ্রাতৃগণের সঙ্গে একত্রে ঠাকুরের ছবির সমক্ষে বৈদিক মতে সন্ন্যাসগ্রহণ করিয়াছিলেন। আলমবাজার মাঠে উপর তলায় যে জলের ঘর ছিল, তাহাতে শ্ৰাদ্ধোপযোগী দ্রব্যসম্ভার আনীত হইয়াছে। স্বামী নিত্যানন্দ পিতৃপুরুষের শ্ৰাদ্ধক্রিয়া অনেকবার করিয়াছিলেন ; সুতরাং আবশ্যকীয় দ্রব্যাদি যোগাড়ের কোন ত্রুটি হয় নাই। 'শিষ্য স্নানান্তে স্বামিজীর আদেশে পৌরহিত্যকাৰ্য্যে ব্ৰতী হইল। মন্ত্রাদির ব্ৰথাযথ পঠন পঠন হইতে লাগিল। স্বামিজী এক একবার আসিয়া দেখিয়া যাইতে লাগিলেন। শ্ৰাদ্ধান্তে যখন ব্ৰহ্মচারিচতুষ্টয় নিজ নিজ পিণ্ড নিজ নিজ পদে অৰ্পণ করিয়া আজ হইতে সংসারসমক্ষে মৃত্যুবৎ প্ৰতীয়মান হইলেন, শিষ্য তখন নিতান্ত ব্যাকুলম্বাদয় হইল ; সন্ন্যাসের কঠোরতা স্মরণ করিয়া মুহাম্মান হইল। পিণ্ডাদি লইয়া যখন ইহারা গঙ্গায় চলিয়া গেলেন, তখন স্বামিজী শিষ্যের ব্যাকুলত দৰ্শন করিয়া বলিলেন, “এসব দেখে শুনে তো মনে ভয় হয়েছে-না রে ?” শিষ্য নতমস্তকে সম্মতি জ্ঞাপন कन्नः স্বামিজী শিষ্যকে বলিলেন, “সংসারে আজ থেকে এদের মৃত্যু হল কাল থেকে এদের নূতন দেহ, নূতন চিন্তা নূতন পরিচ্ছদ হবেএয়া ব্ৰহ্মবীৰ্য্যে প্ৰদীপ্ত হয়ে জলন্ত পাবকের ন্যায় • অবস্থান করবে: ‘ন ধনেন ন চেজ্যয়া ত্যাগেনৈকেন অমৃতত্বমানগুঃ’ ?” স্বামিজীর কথা শুনিয়া শিষ্য নিৰ্বাক হইয়া দাড়াইয়া রহিল। Gwa