একাদশ বল্পী । উৎসাহিত করছে, তার বিনিময়ে তারা তাদের দুমুটাে মন্ত্র দিচ্ছে। সেই অন্ন জন্মাবার প্রবৃত্তি ও ক্ষমতাও আবার সৰ্ব্বত্যাগী সন্ন্যাদিগণের স্নেহাশীৰ্ব্বাদেই দেশের লোকের, বৰ্দ্ধিত হচ্ছে। না বুঝেই লোকে সন্ন্যাস institutionএর ( আশ্রমের ) নিন্দ করে । অন্য দেশে যাই হ’ক না কেন, এদেশে কিন্তু সন্ন্যাসীরা হাল ধরে আছে বলেই সংসারসাগরে গৃহস্থদের নৌকা ডুবৃছে না। শিষ্য। মহাশয়, লোক-কল্যাণে তৎপর যথার্থ সন্ন্যাসী, কয়জন দেখিতে পাওয়া যায় ? স্বামিজী। হাজার বৎসর অন্তর যদি ঠাকুরের ন্যায়। একজন সন্ন্যাসী মহাপুরুষ আসেন ত ভরপুর। তিনি যে সকল উচ্চ আদর্শও ভাব দিয়ে যাবেন, তা তার জন্মাবার হাজার বৎসর পর অবধি লোকে নিয়ে চলবে। এই সন্ন্যাস institution (আশ্রম) দেশে ছিল বলেইত তাহার ন্যায় মহাপুরুষেরা এদেশেজন্মগ্রহণ रुङ्ग्रहछन । cाष मद चाथcगड्ने अicछ-ठाव अब्राषिक १ দোষ সত্ত্বেও এতদিন পৰ্য্যন্ত যে, এই আশ্রম সকল আশ্রমের শীর্ষস্থান অধিকার করে দাড়িয়ে রয়েছে।--তার কারণ কি ? -ষথার্থ সন্ন্যাসীরা নিজেদের মুক্তি পৰ্য্যন্ত উপেক্ষা করেনজগতের ভাল কত্তেই তাদের জন্ম, এমন সন্ন্যাসাশ্রমের প্রতি যদি তোরা কৃতজ্ঞ না হ’স ত তোদের ধিক্-শত ধিক্ । বলিতে বলিতে স্বামিজীর মুখমণ্ডল প্ৰদীপ্ত হইয়া উঠিল। সন্ন্যাসাশ্রমের গৌরবপ্রসঙ্গে স্বামিজী যেন মূৰ্ত্তিমান সন্ন্যাসরূপে শিষ্যের চক্ষে প্ৰতিভাত হইতে লাগিলেন। se
পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১২৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।