পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী-শিষ্য-সংবাদ ।. অনন্তর ঐ আশ্রমের গৌরব তিনি প্ৰাণে প্ৰাণে অনুভব করিতে করিতে ধেনু অন্তর্মুখ হইয়া আপনা। আপনি মধুর স্বরে আবৃত্তি করিতে লাগিলেন “বেদস্তাবাক্যেষু সদা রমন্তঃ ভিক্ষান্নমাত্রেণ চতুষ্টমন্তঃ। অশোক মন্তঃকরণে চিরন্তঃ কৌপীনবন্তঃ খলু ভাগ্যবস্তঃ ” পরে আবার বলিতে লাগিলেন-“বহুজনহিতায় বহুজনসুখায়” সন্ন্যাসীর জন্ম। সন্ন্যাস গ্ৰহণ করিয়া যারা এই idea (উচ্চ লক্ষ্য) ভুলে যায়-‘বৃথৈব তস্য জীবন’। পরের জন্য প্রাণ দিতেজীবের গগনভেদী ক্ৰন্দন নিবারণ কক্তে, বিধবার অশ্রু মুছাতে, পুত্র বিয়োগবিধুরার প্রাণে শাস্তিদান কত্তে, অজ্ঞ ইতরসাধারণকে জীবন-সংগ্রামের উপযোগী কত্তে, শাস্ত্ৰোপদেশ বিস্তারের দ্বারা সকলের ঐহিক ও পারমার্থিক মঙ্গল কত্তে এবং জ্ঞানালোক দিয়ে সকলের মধ্যে প্ৰসুপ্ত ব্ৰহ্মীসিংহকে জাগরিত কত্তে জগতে সন্ন্যাসীর জন্ম হয়েছে।” পরে নিজ ভ্ৰাতৃগণকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন, “আত্মনো মোক্ষাৰ্থং জগদ্ধিতায় চ” আমাদের জন্ম। কি কচ্চিস সব বসে বসে ? উঠা-জাগ-নিজে জেগে অপর সকলকে জাগ্রত করু-নরজন্ম সার্থক করে চলে যা৷-“উত্তিষ্ঠত-জাগ্ৰতপ্ৰাপ্য বরান নিবোধত .