পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ বল্পী । স্থান-কলিকাতা-৬/বলরামবাবুর বাটী। 1 R3ة هاجسسس 88ة বিষয়-গুরুগোবিন্দ শিষ্যদিগকে কিরূপ দীক্ষা দিতেন--তিনি পাঞ্জাবের সর্বসাধারণের মনে তৎকালে একপ্রকারের স্বার্থচেষ্টা উদ্দীপিত করিয়া দিয়াছিলেন--সিদ্ধাই এর অপকারিতী—স্বামিজীর জীবনে পরিদৃষ্ট দুইটী অদ্ভুত ঘটনা-শিষ্যের প্রতি উপদেশ,-“ভূত ভাবতে ভাবতে ভূত হয়, এবং সদা সর্বদা ‘আমি নিত্য মুক্ত বুদ্ধ আত্মা’ এইরূপ ভাবতে ভাবতে ব্ৰহ্মজ্ঞ হয়।” স্বামিজী আজ দুই দিন যাবৎ বাগবাজারে ৮ বলরাম বসুর বাড়ীতে অবস্থান করিতেছেন। শিষ্যের সুতরাং বিশেষ সুবিধাপ্রত্যহ তথায় যাতায়াত করে। অন্ত সন্ধ্যার কিছু পূৰ্ব্বে স্বামিজী ঐ বাড়ীর ছাদে বেড়াইতেছেন । শিষ্য ও অন্য চার পাঁচ জন লোক সঙ্গে অাছে। বড় গরম পড়িয়াছে। স্বামিজীর খোলা গা । ধীরে ধীরে দক্ষিণে হাওয়া দিতেছে। বেড়াইতে বেড়াইতে স্বামিজী গুরুগোবিন্দের কথা পাড়িয়া তাহার ত্যাগ, তপস্যা, তিতিক্ষা ও প্ৰাণপাতী পরিশ্রমের ফলে শিখজাতির কিরূপে পুনরদ্যুত্থান হইয়াছিল, কিরূপে তিনি মুসলমান ধৰ্ম্মে দীক্ষিতপূর্ব ব্যক্তিগণকে পৰ্য্যন্ত দীক্ষা দান করিয়া পুনরায় হিন্দু করিয়া শিখজাতির অন্তভূক্ত করিয়া লইয়াছিলেন, এবং কিরূপেই বা তিনি নৰ্ম্মদাতীরে মানবলীলা সংবরণ করেন-ওজস্বিনী ভাষায় তত্তন্বিষয়ের কিছু কিছু বর্ণনা করিতে লাগিলেন । গুরুগোবিন্দের নিকট দীক্ষিত ব্যক্তির Y cofio