পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামি-শিন্য সংবাদ। flag পরে ঐ বিষয়ের কোন সুমীমাংসা করিতে পারিয়াছিলেন। fè ? স্বামিজী। না । আজ কথায় কথায় ঘটনাটী মনে পড়ে গেল । তাই তোদের বলুম। অনন্তর স্বামিজী পুনরায় বলিতে লাগিলেন-“ঠাকুর কিন্তু সিদ্ধাই সকলের বড় নিন্দ কত্তেন। বলতেন, “ঐ সকল শক্তি-প্ৰকাশের দিকে মন দিলে পরমাৰ্থ-তত্ত্বে পৌছান যায় না ।” কিন্তু মানুষের এমনই দুর্বল মন, গৃহস্থের ত কথাই নাই, সাধুদের মধ্যেও চোঁদ আন লোক সিদ্ধাইএর উপাসক হয়ে পড়ে। পাশ্চাত্য দেশে ঐ প্রকার বুজরুকী দেখলে লোকে অবাকৃ হয়ে যায়। সিদ্ধাই লাভটা যে একটা খারাপ জিনিস, ধৰ্ম্মপথের অস্তুরায়, এ কন্ন ঠাকুর কৃপা ক'রে বুঝিয়ে দিয়ে গেছেন, তাই বুঝর্তে পেরেছি। সে জন্য দেখিসনি-ঠাকুরের সন্তানের কেহই ঐ দিকে খেয়াল রাখে না ?” স্বামী যোগানন্দ এই সময়ে স্বামিজীকে বলিলেন, “তোমার সঙ্গে মান্দ্ৰাজে যে একটা ভূতুড়ের দেখা হয়েছিল, সেই কথাটা ‘বাঙ্গাল’কে বল না।” বিষয় ইতিপূৰ্ব্বে শুনে নাই। সুতরাং ঐ কথা বলিবার জন্য স্বামিজীকে জেদ করিয়া বসিল। স্বামিজী অগত্য ঐ কথা তাহাকে এইরূপে বলিলেন “মান্দ্ৰাজে যখন মন্মথ বাবুর • বাড়ীতে ছিলুম, তখন একদিন স্বপ্ন দেখলুম, মা (স্বামিজীর গর্ভধারিণী) মরে গেছেন। মনটা ভারী খারাপ হয়ে গেল। তখন মঠেও বড় একটা চিঠিপত্র লিখিতুম, ৬yমহেশচন্দ্ৰ স্থায়রত্ন মহাশয়ের জ্যেষ্ঠ পুত্র ৮ম স্মথনাথ ভট্টাচাৰ্য্য। . 8