পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামি-শিষ্য-সংবাদ । -ধৰ্ম্মপ্রচার কত্তে আমাকে যে বহুদূরে অতি শীঘ্ৰ যেতে হবে, তাও বলে দিলে! এইরূপে মা’র মঙ্গলসংবাদ পেয়ে ভট্টাচাৰ্য্যের মন্মথনাথ) সঙ্গে সহরে ফিরে এলুম। এসে কলিকাতার তারেও মা’র মঙ্গল সংবাদ পেলুম! যোগানন্দ স্বামীকে লক্ষ্য করিয়া স্বামিজী বলিলেন-“ব্যাট কিন্তু যা যা বলেছিল, ঠিক তাই তাই হয়ে গেল; তা সেটা ‘কাক • क्लार्टोहग्र'द्र छाझशे झ'क, बा श्iड्ने श्”क ।' স্বামী যোগানন্দ উত্তরে বলিলেন, “তুমি পূৰ্ব্বে এ সব কিছু বিশ্বাস কত্তে না, তাই তোমার ঐ সকল দেখবার প্রয়োজন হয়েছিল।” স্বামিজী। আমি কি না দেখে না। শুনে যা তা কতকগুলো বিশ্বাস করি ? এমন ছেলেই নই। মহামায়ার রাজ্যে জুলু জগৎ ভেলকীর সঙ্গে সঙ্গে কত কি ভেলকীই না। দৈখলুম! মায়া-মায়া ! ! রাম রাম! আজি কি ছাই ভস্ম কথাই সব হ’ল। ভূত ভাবতে ভাবতে লোকে ভূত হয়ে যায় । আর, যে দিনরাত জানতে অজানতে বলে-“আমি নিত্য • শুদ্ধ বুদ্ধ মুক্তাত্ম, সেই ব্ৰহ্মজ্ঞ হয়। এই বলিয়া স্বামিজীী স্নেহভরে শিষ্যকে লক্ষ্য করিয়া বলিলেন“ঐ সব ছাই ভস্ম কথাগুলোকে মনে কিছুমাত্র স্থান দিবি নি। কেবল সদস্যুৎ বিচার করুবি-আত্মাকে প্ৰত্যক্ষ করতে প্ৰাণপণে যত্ন করুবি। আত্মজ্ঞানের চেয়ে শ্রেষ্ঠ আর কিছুই নাই। আর DDD DDYTBDDBBD BBS sBBJBDD DDBD BBB এ কথাটা বুঝেছি ; সে জন্যই তোদের বুঝাবার চেষ্টা করছি। "একমেবান্ধয়ং ব্ৰহ্ম নেহ নানাস্তি কিঞ্চন ।”