পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, हांगण बनी। কথা হইতে হইতে রাত্রি ১১টা বাজিয়ে গেল। অনন্তর, স্বামিজী আহারান্তে বিশ্রাম করিতে উঠিলেন। শিষ্য স্বামিজীর পাদপদ্মে প্ৰণত হইয়া বিদায় গ্ৰহণ করিল। স্বামিজী বলিলেন*'कांग आंग्वि ऊ ?” শিষ্য । আজ্ঞে আসিব বৈ কি ? আপনাকে দিনান্তে না দেখিলে প্ৰাণ ব্যাকুল হইয়া ছট ফটু করিতে থাকে। স্বামিজী। তবে এখন আয়--রাত্রি হয়েছে। অনন্তর শিষ্য স্বামিজীর কথা ভাবিতে ভাবিতে রাত্রি ১২টার সময় বাসায় ফিরিয়া আসিল ।