পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I/e শ্রেণীর লোকদিগের দুদ্দশা উপস্থিত হইয়াছে-ইংলণ্ডে চাকুরে লোকদিগকে হীন জ্ঞানে অবজ্ঞা—ভারতে শিক্ষাভিমানী লোকদিগের অকৰ্ম্মণ্যতা—যথার্থ শিক্ষা, কাহাকে বলে-ইত্যর জাতিদিগের কৰ্ম্মতৎপরতা ও আত্মনিষ্ঠা ভারতের ভদ্র জাতীয়দিগের অপেক্ষা অধিকু—ইতর জাতিরা এইবার জাগিতেছে ও নিজ ন্যায্য পাওনা গণ্ড ভদ্র সমাজের নিকট হইতে • আদায় করিবার উপক্রম করিতেছে-ভদ্র জাতিরা তাহাদিগের ঐ বিষয়ে সাহায্য BBBBBS S DDSDBD DDD S mBBD BDL DDDDSTDDY জাতীয়দের গীতোক্তভাবে শিক্ষা দিলে তাহারা নিজ নিজ জাতীয় কৰ্ম্ম ত্যাগ করা দূরে থাকুক, গৌরবের সহিত সম্পন্ন করিতে থাকিবে-ভদ্র জাতীয়েরা ঐ রূপে ইতর জাতীয়দের এখন সাহায্য না করিলে ভবিষ্যতে কি ফল দাড়াইবে । १छे-०१७ বিংশ বল্পী-স্থান।--বেলুড়, ভাড়াটিয়া মঠ বাটী। বর্ষ-১৮৯৮ খ্ৰীষ্টাব্দ। বিষয়-“উদ্বোধন” পত্রের প্রতিষ্ঠা-উক্ত পত্রের জন্য স্বামী ত্ৰিগুণা তীতের অশেষ কষ্ট ও ত্যাগাস্বীকার-কি উদ্দেশ্যে স্বামিজী ঐ পত্ৰ বাহিত্র করেন—ঠাকুরের সন্ন্যাসী সন্তানদিগের ত্যাগ ও অধ্যবসায়-গৃহীদের কল্যাণের জন্যই, পত্রপ্রচারাদি“উদ্বোধন” পত্ৰ কি ভাবে চালাইতে হইবে।--জীবন উচ্চভাবে BDDDD BtBB DBDBB DDD DB DDDDS S SDDS কেও ঘূণা বা ভয় দেখান কৰ্ত্তব্য নহে।--ভারতের অবসন্নতা ঐৰূপে আসিয়াছে—শরীর সবল করা । পৃষ্ঠা-১৮৪ একবিংশ বল্পী-স্থান-কলিকাতা, ৬ বলরাম বসুর বাটী। বর্ষ ১৮৯৮ খ্ৰীষ্টাব্দ। বিষয়-সিষ্টার নিবেদিত প্ৰভৃতির সহিত স্বামিজীর আলিপুরের পশুশালা দেখিতে গমন-পশুশালা দেখিবার কালে কথোপকথন ও পরিহাস-দর্শনান্তে পশুশালার সুপারিন্টেণ্ডেণ্ট বাবু রামব্ৰহ্ম সন্ন্যাল রায় বাহদুরের বাসায় চা-পান ও