পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামি-শিষ্য-সংবাদ। - ভক্তেরাও তীহাকে বিরিয়া বসিলেন। উপবীতধারী জনৈক গৃহস্থকে সম্বোধন করিয়া স্বামিজী বলিলেন-“তোর হচ্ছিাস দ্বিজাতি, বহুকাল থেকে ব্রাত্য হয়ে গেছলি। আজ থেকে আবার দ্বিজাতি হলি । প্ৰত্যহ গায়ত্রী মন্ত্র অন্ততঃ এক শত বার জপবি, বুঝলি ? গৃহস্থাটী “যে আজ্ঞে” বলিয়া স্বামিজীর আজ্ঞা শিরোধাৰ্য্য করিলেন। ইতিমধ্যে শ্ৰীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত (মাষ্টার মহাশয়) উপস্থিত হইলেন। স্বামিজী মাষ্টার মহাশয়কে দেখিয়া নানা সাদারসম্ভাষণে আপ্যায়িত করিতে লাগিলেন। মহেন্দুবাবু প্ৰণাম করিয়া এক কোণে দাড়াইয়াছিলেন। স্বামিজী বারংবার বসিতে বলায় জড়সড় ভাবে এক কোণে উপবিষ্ট হইলেন। স্বামিজী। মাষ্টার মহাশয়, আজ ঠাকুরের জন্মদিন। ঠাকুরের কথা আজ আমাদের কিছু শুনাতে হবে। মাষ্টার মহাশয় মৃদুহান্তে অবনতমস্তক হইয়া রহিলেন। ইতিমধ্যে স্বামী অখণ্ডানন্দ মুর্শিদাবাদ হইতে প্ৰায় দেড় মন ওজনের দুইটী পান্ধয়া লইয়া মাঠে উপস্থিত হইলেন। অদ্ভুত পান্থয়া দুইটি দেখিতে সকলে ছুটলেন। অনন্তর স্বামিজী প্রভৃতিকে উহা দেখান হইলে পর স্বামিজী বলিলেন-“ঠাকুর-ঘরে निgझ बा !' স্বামী অখণ্ডানন্দকে লক্ষ্য করিয়া স্বামিজী শিষ্যকে বলিতে লাগিলেন-“দেখছিস কেমন কৰ্ম্মবীর! ভয়, মৃত্যু-এ সবের YD DSSYiBD LBBDS BB DBDBD DBDYSTiDDDDBDDBDBD বহুজনসুখায়।” ” শিষ্য। মহাশয়, কত তপস্যার বলে উহাতে ঐ শক্তি আসিয়াছে!