পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্দশ বল্পী। এরূপ কোনও শূত্রের ব্ৰহ্মজ্ঞান হয়, তবে কি তোর শঙ্করের মন্তে মত দিয়ে বলতে হবে যে, সে পূৰ্ব্বজন্মে ব্ৰাহ্মণ ছিল, DBD DBDBDD BBDBBDB BBu DuDDBBDB Bt D DD বাবা ? বেদ, ত ত্ৰৈবৰ্ণিকমাত্রকেই বেদপাঠ ও ব্ৰহ্মজ্ঞানের অধিকারী করেছে। অতএব শঙ্করের ঐ বিষয় নিয়ে বেদের উপর এই অদ্ভুত বিদ্যা প্ৰকাশের কোনও প্রয়োজনই ছিল না। আবার এমনি হৃদয় যে, কত বৌদ্ধ শ্ৰমণকে আগুনে পুড়িয়ে মান্বলেন-তাদের তর্কে হারিয়ো! আহাম্মক বৌদ্ধগুলোও কি না তর্কে হার মেনে আগুনে পুড়ে মত্তে গেল ! শঙ্করের ঐরাপ কাৰ্য্যকে famaticism (সঙ্কীর্ণ গোড়ামির উত্তেজনাপ্রসূত পাগলামী) ছাড়া আর কি বলা যেতে পারে ? কিন্তু দেখ বুদ্ধদেবের হৃদয়! বহুজনহিতায় বহুজনমুখায়? কা কথা, সামান্থ একটা ছাগশিশুর জীবনরক্ষার জন্য নিজ জীবন দান করতে সৰ্ব্বদা প্ৰস্তুত ! দেখ দেখি কি উদারতা-কি দয়া ! শিষ্য। বুদ্ধের ঐ ভাবটাকেও কি মহাশয়, অন্য এক প্রকারের পাগলামী বলা যাইতে পারে না ? একটা পশুর জন্য কি না নিজের গলা দিতে গেলেন । 始 স্বামিজী। কিন্তু তার ঐ fanaticism এ জগতের জীবের কত কল্যাণ হ’ল—তা দেখা ; কত আশ্রম, স্কুল, কত কলেজ, V, public hospital (toiscolorošovõit), o পশুশালার স্থাপন, কত স্থাপত্যবিদ্যার বিকাশ হ’ল, তা ভেবে দেখ! বুদ্ধদেব জন্মাবার আগে এ দেশে ছিল কি ?-- s