পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চদশ বল্লী । श्न-cदनूg-डgांग्रिा भर्थ-पांधी।

  • F'-- vav T4, CF Pia: at 1

বিষয়-স্বামিজার বাল্য ও যৌবনের কয়েকটী কথা ও দর্শন-আমেরিকায় প্রকাশিত বিভূতির কথা-ভিতরে বক্তৃতার রাশি কে যেন ঠেলিয়া দিতেছে, এইরূপ অনুভূতি-আমেরিকায় স্ত্রীপুরুষের গুণাগুণ-পদূরিদের ঈর্ষা প্রসূত অত্যাচার-চালাকা করিয়া জগতে মহৎ কাব্য করা যায় না-ঈশ্বর-নির্ভর। --নািগ মহাশয় সম্বন্ধে কয়েকটা কথা । বেলুড়ে, শ্ৰীসূক্ত নীলাম্বর বাবুর বাগানে স্বামিৰ্জা মঠ উঠাইয়া আনিয়াছেন। আলমবাজার হইতে এখানে উঠিয়া আসা হইলেও জিনিষ-পত্ৰ এখনও সব গুছােন হয় নাই। ইতস্ততঃ পড়িয়া আছে। স্বামিজী নূতন বাড়ীতে আসিয়া পূব খৃসী হইয়াছেন। শিষ্য উপস্থিত হইলে বলিলেন, “দেখ দেখি কেমন গঙ্গা-কেমন বাড়ী-এমন স্থানে মঠ না হলে কি ভাল লাগে ?” তখন অপরাহ্। সন্ধ্যার পর শিস্য স্বামিঞ্জীর সহিত দোতালার ঘরে সাক্ষাৎ করিলে, নানা প্ৰসঙ্গ হইতে লাগিল। ঘরে আর কেহই নাই ; শিষ্য মধ্যে মধ্যে উঠিয়া স্বামিজীকে তামাক সাজিয়া দিতে লাগিল, এবং নানা প্রশ্ন করিতে করিতে অবশেষে কথায় কথায় স্বামিজীর বাল্যকালের বিষয় জানিতে চাহিল। স্বামী বলিতে লাগিলেন, S80