পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চদশ বল্পী । “অল্প বয়স থেকেই আমি ডানপিটে ছিলুম, নৈলে কি নিঃসঙ্গলে দুনিয়া ঘুরে আসতে পারতুম রে?” ছেলেবেলায় তার রামায়ণ গান শুনিবার বড় ঝোক ছিল। পাড়ার নিকট যেখানেই রামায়ণ গান হইত, স্বামিজী খেলা ধূলা ছাড়িয়া তথায় উপস্থিত হইতেন। বলিতেন--রামায়ণ শুনিতে “শুনিতে এক একদিন তন্ময় হইয়া তিনি বাড়ী ঘর ভুলিয়া যাইতেন, sB SEBD DDBBuS BD SDD DDBDS DDD DDB BDD S S বিষয়ে খেয়াল থাকিত না । একদিন রামায়ণ-গানে শুনিলেনহনুমান কলাবাগানে থাকে। অমনি এমন বিশ্বাস হইল যে, সে রাত্রে রামায়ণ গান শুনিয়া ঘরে আর না ফিরিয়া বাড়ীর নিকটে কোনও এক বাগানে কৈলাগাছতলায় অনেক রান্ত্ৰি পৰ্য্যন্ত হনুমানের DBBD DBDBDBBBDuK DBDDDBD DBBDDS হনুমানের প্রতি স্বামিজীর অগাধ ভক্তি ছিল । সন্ন্যাসী, হইবার পরেও মধ্যে মধ্যে মহাবীরের কথাপ্রসঙ্গে মাতোয়াৱা । হইয়া উঠিতেন, এবং অনেক সময় মঠে শ্ৰীমহাবীরের একটী প্ৰস্তর মুক্তিরাখিবার সঙ্কল্প করিতেন। পাঠ্যাবস্থায় দিনের বেলায় তিনি সমবয়স্কদিগের সহিত কেবল” আমোদ প্ৰমোদ করিয়াই বেড়াইতেন। রাত্রে ঘরের দ্বার বন্ধ করিয়া পড়া শুনা করিতেন। কখন যে তিনি পড়া শুনা করিতেন, তাহা কেহ জানিতে পারিত না । 豪 YA শিষ্য জিজ্ঞাসা করিতেছে-“মহাশয়! স্কুলে পৃড়িবার কালে আপনি কখন কোনরূপ vision দেখিতেন কি ?” 8