পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামি-শিষ্য-সংবাদ স্বাণিজী। স্কুলে পড়বার সময় একদিন রাত্রে দোর বন্ধ করে ধ্যান করুতে করতে মন বেশ তন্ময় হয়েছিল। কতক্ষণ ঐ ভাবে ধ্যান করতেছিলাম, বলতে পারি না। ধ্যান শেষ হ’ল—তখনও বসে আছি—এমন সময় ঐ ঘরের দক্ষিণ DBDDBB BD BBD EBYS SBDB BD S DDD DDD সামনে এসে দাঁড়াল। তার মুখে এক অদ্ভুত জ্যোতিঃ, অথচ । যেন কোনও ভাব নাই। মহা শান্ত সন্ন্যাসী-মূৰ্ত্তি। মুণ্ডিত • মন্তক, হস্তে দণ্ড ও কমণ্ডলু। আমার প্রতি একদৃষ্টি খানিকক্ষণ চেয়ে রইলেন। যেন আমার কিছু বলবেন, এরূপ ভাব । আমিও অবাক হয়ে তার পানে চেয়ে ছিলাম। তার পর মনে কেমন একটা ভয় এল-তাড়াতাড়ি দোর খুলে ঘরের বাহিরে গেলাম। তার পর মনে হ’ল, কেন এমন নিৰ্ব্বোধের মত ভয়ে পালালুম, হয় ত তিনি কিছু বলতেন। আর কিন্তু সে মূৰ্ত্তির কখনও দেখা পাই নাই। কতদিন মনে হয়েছে, যদি তার ফের দেখা পাই ত এবার আর ভয় কবৃব না-ৰ্তার সঙ্গে কথা কইব। কিন্তু আর qe vijë afë শিস্য। তার পর এ বিষয় কিছু ভেবেছিলেন কি ? স্বামিজী। ভেবেছিলাম, কিন্তু ভেবে চিন্তে কিছুকুল কিনারা পাই নাই। এপ্লন বোধ হয়, ভগবান বুদ্ধদেবকে দেখেছিলুম! কিছুক্ষণ বাদে স্বামিজী বলিলেন,-“মন শুদ্ধ হ’লে, কামকাঞ্চনে বীতস্পৃহ হ’লে কত vision (দিব্যদর্শন ).দেখা যায়অদ্ভুত, སྒྱུ་ তবে ওতে খেয়াল রাখতে নাই। ঐ সকলে R