স্বামি-শিষ্য-সংবাদ। কথা—সে সব যেন ইহজন্মে শুনি নি, ভাবিও নি। ঘুম থেকে । উঠে সেগুলি স্মরণ করে রাখলাম, আর বক্তৃতায় তাই বলুম। এমন যে কত দিন ঘটেছে তার সংখ্যা নাই। শুয়ে শুয়ে এমন বক্তৃতা কত দিন শুনেছি! কখনও বা এত জোরে জোরে বক্তৃতা হ’ত যে, অন্ম ঘরের লোক আওয়াজ পেত ও পরদিন আমায় বলত-“স্বামিজী কাল অত রাত্রে আপনি কার সঙ্গে এত জোরে - কথা কছিলেন ??--আমি তাদের সে কথা কোনরূপে কাটিয়ে দিতুম । সে এক অদ্ভুত কাণ্ড!” শিষ্য স্বামিজীর কথা শুনিয়া নিৰ্বাক হইয়া ভাবিতে ভাবিতে বলিল-“মহাশয়, তবে বোধ হয়, আপনিই সূক্ষ্মীদেহে ঐঞ্চপে বক্তৃতা করিতেন, এবং স্থূলদেহে কথন কখনও তাহার প্রতিধ্বনি বাহির s শুনিয়া স্বামিজী বলিলেন-“তা হবে।” অনন্তর আমেরিকার কথা উঠিল। স্বামিঞ্জী বলিলেন, “সে দেশে পুরুষের চেয়ে মেয়ের অধিক শিক্ষিতা। বিজ্ঞান দর্শনে তারা সব মহা পণ্ডিতা ; তাই তারা আমায় অত খাতির কবৃত। গুরুত্বগুলো দিন রাত খাটছে, বিশ্রামের সময় নাই ; মেয়েরা স্কুলে অধ্যয়ন অধ্যাপনা করে মহা বিদুষী হয়ে দাড়িয়েছে। আমেরিকায় যে দিকে চাইবি, কেবলই মেয়েদের রাজত্ব।” निश्चात् । चांश्क्षं মহাশয়, গোড়া ক্রিশচনেরা সেখানে আপনার বিপক্ষ হয় নাই ? স্বামিজী। হয়েছিল বৈ কি ! আবার যখন লোকে আমায় খাতির কৰ্ত্তে লাগল, তখন পাত্রীরা আমার পেছনে খুব লাগিল । 8S
পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।