পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চদশ বল্পী । আমার নামে কত কুৎসা কাগজে লিখে রটনা করেছিল। কত লোক আমায় তার প্রতিবাদ কৰ্ত্তে’ বলত। अधि किछु किछु গ্রন্থ কর্তুম না। আমার দৃঢ় বিশ্বাস-চালাকী দ্বারা জগতৃে কোনও মহৎ কাৰ্য্য হয় না ; তাই ঐ সকল অশ্লীল কুৎসায় কৰ্ণপাত না করে ধীরে ধীরে আপনার কাজ করে ফোতুম। দেখতেও পেতুম, অনেক সময়ে যারা আমায় অযথা গালমন্দ কবুত, তারা অনুতপ্ত श्रेषु আমার শরণ নিত, এবং নিজেরাই কাগজে contradict ( প্ৰতিবাদ ) করে ক্ষমা চাইত। কখনও কখনও এমনও হয়েছে—আমায় কোনও বাড়ীতে নিমন্ত্রণ করেছে দেখে কেহ আমার নামে ঐ সকল মিথ্যা কুৎসা বাড়ীওয়ালাকে শুনিয়ে দিয়েছে। তাই শুনে সে দোর বন্ধ করে কোথায় চলে গেছে। আমি নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে দেখিসব ভোঁ ভাঁ-কেউ নাই! আবার কিছুদিন পরে তারাই ত্য কথা জানতে পেরে অনুতপ্ত হয়ে আমার চেলা হতে এসেছে। কি জানিস্। বাবা, সংসারে সবই দুনিয়া-দাৱী ! ঠিক সৎসাহসী ও জ্ঞানী কি এ সব দুনিয়াদারীতে ভোলে রে বাপ ! জগৎ যা ইচ্ছে বলুক, আমার কৰ্ত্তব্য কাৰ্য্য করে চলে। যাব-এই জানুবি বীরের কাজ। নতুবা এ কি বলছে, ও কি লিখছে, এ সব নিয়ে দিন রাত থাকলে, জগতে কোনও भश्९ कांग) कब्रां शांग नां । (sई cवांट्रों अॉनिन्ना - “निक्ख् नैठिनिभूक्षा भनि दा क्लबख् লক্ষ্মীঃ সমাবিশতু গচ্ছতু বা যথেষ্টং। 8 R