পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামি-শিষ্য-সংবাদ । শিষ্য। মহাশয়, কাজ কৰ্ম্ম ত কিছুই দেখি না। কেবল অতিথিসেবা লইয়াই আছেন। পাল বাবুরা যে কয়েকটীি টাকা দেন। “তদ্ভিন্ন গ্ৰাসাচ্ছাদনের অন্য সম্বল নাই; কিন্তু খরচপত্র একটা বড়লোকের বাড়ীতে যেমন হয়, তেমনি ! কিন্তু নিজের ভোগের জন্য সিকি পয়সাও ব্যয় নাই-অতটা ব্যয় সবই কেবল পরসেবার্থ। সেবা-সেবা-ইহাই তাহার औबनद्र भशबड निभा भान श्य। भान श्म, cशन छूड ভূতে আত্মদর্শন করিয়া তিনি অভিন্ন-জ্ঞানে জগতের সেবা করিতে ব্যস্ত আছেন । সেবার জন্য নিজের শরীরটাকে শরীর বলিয়া জ্ঞান করেন না-যেন বেহুস। বাস্তবিক শরীর-জ্ঞান তাহার আছে কি না, সেবিষয়ে আমার সন্দেহ হয়। আপনি যে অবস্থাকে superconscious (জ্ঞানাতীত অবস্থা) বলেন, আমার বোধ হয়, তিনি সৰ্ব্বদা সেই অবস্থায় অবস্থান করেন ! স্বামিজী। তা না হবে কেন ? ঠাকুর তাকে কত ভালবাসতেন! তোদের বাঙ্গাল দেশে এবার ঐ একটী ঠাকুরের সঙ্গী এসেছেন। তঁর আলোতে পূর্ববঙ্গ আলোকিত হয়ে আছে। Yer