পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী-শিষ্য-সংবাদ । বসিয়া রহিলেন । অনেকক্ষণ বসিয়াও যখন স্বামিজী কোন কথা কহিলেব্ল না, তখন শিষ্য অধীর হইয়া স্বামিজীর পাদপদ্ম স্পর্শ করিয়া বলিল, “৮ অমরনাথে যাহা যাহা প্ৰত্যক্ষ করিলেন তাহা আমাকে বলিবেন না ?” পাদস্পর্শে স্বামিজীর যেন একটু চমক্‌ ভাঙ্গিল ; যেন একটু বহির্দৃষ্টি আসিল। বলিলেন, “অমরনাথ দর্শনের পর হতে আমার মাথায় চব্বিশ ঘণ্টা যেন শিব বসে “আছেন ; কিছুতেই নাবৃছেন না।” শিষ্য শুনিয়া অবাক হইয়া ब्रईिल । স্বামিজী । ৬/অমরনাথে ও পরে ৬৮ক্ষীরভবানীর মন্দিরে খুব তপস্যা করেছিলাম। যা তামাক সেজে নিয়ে আয়। শিষ্য প্ৰফুল্পমানে স্বামিজীর আজ্ঞা শিরোধ।ায্য করিয়া তামাক সাজিয়া দিল। স্বামিজী আস্তে আস্তে ধুমপান করিতে করিতে বলিতে লাগলেন, “অমরনাথে যাবার কালে পাহাড়ের একটা খাড়া চড়াই ভেঙ্গে উঠেছিলুম। সে রাস্তায় যাত্রীরা কেউ যায় না, . পাহাড়ী লোকেরাই যাওয়া আসা করে। আমার কেমন রোক হল, ঐ পথেই যাব । যাব ত যাবই। সেই পরিশ্রমে শরীর একটু দামে গেছে। ওখানে এমন কনকনে শীত ধে, গায়ে যেন ছুচ ফোটে।” শিষ্য। শুনেছি, উলঙ্গ হইয়া ৬ অমরনায়কে দর্শন করিতে छ्म, कश्रांप्रे) कि गङ ? , স্বামিজী। হাঁটা ; আমিও কৌপীনমাত্র পরে ভস্ম মেখে গুহায় প্রবেশ করেছিলুম ; তখন শীত গ্ৰীষ্ম কিছুই জানতে পারি নাই। কিন্তু মন্দির থেকে বেরিয়ে ঠাণ্ডায় যেন জড় হুয়ে গিয়েছিলাম ।