পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোড়শ বল্পী । শিষ্য। পায়রা দেখিয়াছিলেন কি ? শুনিয়াছি, সেখানে ঠাণ্ডায় কৃেদি জীব জন্তুকে বাস করিতে দেখা যায় না, কেবল কোথা হইতে এক কাক শ্বেত পারাবত মধ্যে মধ্যে আসিয়া থাকে। স্বামিজী। হাঁ, ৩/৪ টা সাদা পায়রা দেখেছিলুম। তা’র গুহায় থাকে কি নিকটবৰ্ত্তী পাহাড়ে থাকে, তা বুঝতে পাবুলুম না। শিষ্য। মহাশয়, লোকে বলে শুনিয়াছি, গুহা হইতে বাহিরে আসিয়া যদি সাদা পায়রা দেখে, তবে বুঝা যায় সত্য সত্য শিবদর্শন হইল। , স্বামিজী বলিলেন, “শুনেছি, পায়রা দেখলে যা কামনা করা भiश, ठोई जिक्र श् ।।” অনন্তর স্বামিজীবলিলেন, আসিবার কালে তিনি সকল স্বাত্রী যে রাস্তায় ফেরে, সেই রাস্ত দিয়াই শ্ৰীনগরে আসিয়াছিলেন। শ্ৰীনগরে ফিরিবার অল্পদিন পরেই ৬৮ক্ষীরভবানী শব্দবীকে দর্শন করিতে যান ও সাত দিন তথায় অবস্থান করিয়া ক্ষীর দিয়া দেবীর উদ্দেশে পূজা ও হোম করিয়াছিলেন। প্রতিদিন ১/ মণ দুধের কের ক্ষীর ভোগ দিতেন ও হোম করিতেন। একদিন পূজা করিতে করিতে স্বামিজীর মূনি উঠিয়ছিল, “মা ভবানী এখানে সত্য স্নতাই কত কাল ধরি,&কাশিত রহিয়াছেন ! যবনের আসিয়া তাহার মন্দির পুরাকালে ধ্বংস করিয়া যাইল, অথচ এখানকার লোকগুলো কিছুই করিল না। হায় আমি যদি তখন থাকি,তাম, তবে কখন উহ! চুপ করিয়া দেখিতে পারিতাম না।”-ঐক্কপ ভাবিতে ভাবিতে তাহার মন যখন দুঃখে ক্ষোতে নিতান্ত পীড়িত, তখন স্পষ্ট শুনিতে পাইলেন, মা বুলিতেছেন, "बांश हैष्हें शश्वना शनिद्र श्वश्न so