এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
সপ্তদশ বল্লা । স্থান-বেলুড়, ভাড়াটিয়া মঠ-বাটী। qế - vav foi, RT33 FF | বিষয়-স্থামিজীর সংস্কৃত রচনা-শ্ৰীরামকৃষ্ণদেবের আগমনে ভাব ও ভাষায় প্রাণুসঞ্চার-ভাষাতে ওজন্বিতা কি कृप्त व्यानिटङ ङङ्ग्रेएद-छख्न आग्रे कहिल হাইকে-ভয় হইতেই দুর্বলতা ও পাপের প্রসার-সকল অবস্থায় অবিচল থাকা-শাস্ত্ৰপাঠের উপকারিত-স্বামিঞ্জীর অষ্টাধ্যায়ী পাণিনি পাঠ-জজ্ঞানের উদয়ে কোন বিষয়কেই আর অদ্ভুত মনে হয় না। বেলুড়ে নীলাম্বর বাবুর বাগানে এখনও মঠ রহিয়াছে। অগ্রহায়ণ মাসের শেষ ভাগ। স্বামিজী এই সময় সংস্কৃত শাস্ত্ৰাদিৱ বহুধা আলোচনায় তৎপর। ‘আচণ্ডালাপ্রতিহতরায়ঃ**ইত্যাদি শ্লোক দুইটী তিনি এই সময়েই রচনা করেন। আজ স্বামিজী ‘ওঁ শ্ৰীং ঋতৎ"+ ইত্যাদি স্থবটী রচনা করিয়া শিষ্যের তাতে দিয়া বলিলেন, “দেখিস
- “বারবাণী” পুস্তক দ্রষ্টব্য।
- এই ঘটনার চায় পাচ দিন পরে স্বামিৰ্জী একদিন শিষ্যকে জিজ্ঞাসা করেন, “সে স্তবটার কোনরূপ সংশোধন দরকার দেখালি কি ? তদুত্তরে শিষ্য বলে যে সে তখন উহা ভাল করিয়া পড়িয়া দেখে নাই। পরে ঐ স্তবের মূল কপি মঠে অনেক খুজিয়াও পাওয়া নাযাওয়ায় “ওঁ হীং ঋতং” অন্তৰট লুপ্ত হইবার উপক্রম হইয়াছিল। শিষ্যের নিকটে যে কপিখানি ছিল, তাহাই স্বামিঞ্জীর স্বস্বরূপ সম্বরণের প্রায় চারি বৎসর পর শিষ্যের পুরাতন BYDBD gtSuTSDuDuSBB KLEL DD LD Y BDDB D SkBDBS LLLB ছাপা হয় ।