স্বামি-শিষ্য-সংবাদ . খেয়ে শরীর যেমন ভেতাে হয়ে গেছে, ভাষাও ঠিক সেরূপ হয়ে দাড়িয়েছে; আহার, চাল চলন, ভাব, ভাষাতে তেঁজস্বিতা আনতে হবে, সব দিকে প্ৰাণের বিস্তার কর্তে হবে-সব ধমনীতে রক্তপ্রবাহ প্রেরণ করতে হবে, যাতে সকল বিষয়েই একটা প্ৰাণ স্পন্দন অনুভব হয়। তবেই এই ঘোর জীবনসংগ্রামে দেশের লোক survive কর্ডে ( বাঁচতে ) পারবে। নতুবা অদূরে মৃত্যুর ছায়াতে অচিরে এদেশ ও জাতিটা মিশে যাবে। fry মহাশয়, অনেক কাল হইতে এদেশের লোকের ধাতু এক রকম হইয়া গিয়াছে। উহার পরিবর্তন করা কি শীঘ্ৰ मख्य ? স্বামিজী। তুই যদি পুরাণ চালটা খারাপ বুঝে থাকিস্ত যেমন বলুম নুতন ভাবে চলতে শেখ না । তোর দেখাদেখি আরো দশজনে তাই করবে ; তাদের দেখে আবার আরো ৫০ জনে শিখবে-এইরূপে কালে সমস্ত জাতটার ভিতর ঐ নূতন ভাব জেগে উঠবে। আর বুঝেও বদি তুই সেরূপ কাজ না করিসূ তবে জানিব তোরা কেবল কথায় পণ্ডিত fy practically ( (sters (eity আপনার কথা শুনিলে মহা সাহসের সঞ্চার হয়উৎসাহ বল ও তেজে হৃদয় ভরিয়া যায়.। স্বামিজী। হৃদয়ে ক্ৰমে ক্ৰমে বল আনতে হবে। একটা “মানুষ।” যদি তৈরী হয়, তা লাখ বক্তৃতার ফল হবে। মন মুখ এক করে idea (গুঞ্জাব) গুলি জীবনে ফলাতে হবে। এর な尊切ア
পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।