পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টাদশ বল্লী । স্থান-বেলুড়, ভাড়াটিয়া মঠ-বাটী । Ré-state setti Sat S SLZ S LL BDBKSTAS H DDD S DL পুনরায় সংসারে ফিরিয়া আসিতে সক্ষম-অবতার পুরুষদিগের অদ্ভুত শক্তির কথা ও তদ্বিষয়ে যুক্তিপ্ৰমাণ-শিব্যের স্বামিজীকেওঁতা। 严 শিষ্য আজ দুদিন হইল বেলুড়ে নীলাম্বর বাবুর বাগানবাটীতে স্বামিজীর কাছে রহিয়াছে। কলিকাতা হইতে অনেক যুবক এ সময় স্বামিজীর কাছে যাতায়াত করায় মঠে যেন আজকাল চিরউৎসব। কত ধৰ্ম্মচৰ্চা-কত সাধন ভজনের উদ্যম-কত দীনদুঃখমোচনের উপায় আলোচিত হইতেছে! সন্ন্যাসী মহারাজগণ সকলেই মহা উৎসাহী-মহাদেবের গণরূপে স্বামিজীর আজ্ঞাপালনে উন্মুখ হইয়া অবস্থান করিতেছেন। স্বামী, প্ৰেমানন্দ ঠাকুরসেবার ভার গ্ৰহণ করিয়াছেন। মঠে পূজা ও প্ৰসাদের বিপুল আয়ো薄研一平水5可沉可t平爾密班平和 @H研g351 আজ স্বামিজী শিষ্যকে তাহার কক্ষে রাত্ৰে থাকিবার অনুমতি দিয়াছেন। স্বামিজীর সেবাধিকার পাইয়া শিষ্যের হৃদয়ে আজ আর আনন্দ ধরে না! প্ৰসাদ গ্ৰহণান্তে সে স্বামিজীর পদসেবা করিাতেছে, এমন সময়ে স্বামিজী বলিলেন, “এমন জায়গা ছেড়ে তুই কিনা। কলকাতায় যেতে চাস-এখানে কেমন পবিত্ৰ ভাৰ-কেমন V8