পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামি-শিষ্য-সংবাদ । মাষ্টারী কবুলে বুদ্ধি খারাপ হয়ে যায়; জ্ঞানের বিকাশ হয় না। দিন রাত ছেলের দলে থেকে থেকে ক্ৰমে জড়বৎ হয়ে যায় । আর मांक्षेत्री कब्रिन् नि।” শিষ্য। তবে কি করিব ? স্বামিজী। কেন ? যদি তোর সংসারই করতে হয়, যদি অর্থউপায়ের সৃহাই থাকে, তবে, যা—আমেরিকায় চলে যা। আমি ব্যবসায়ের বুদ্ধি দিব। দেখবি পাঁচ বছরে কত টাকা • এনে ফেলতে পাবুবি। শিষ্য। কি ব্যবসায় করিব ? টাকাই বা কোথা হইতে পাইব ? স্বামিজী। পাগলের মত কি বকৃছিস্ ? ভিতরে অদম্য শক্তি রয়েছে। শুধু “আমি কিছু নয়।” ভেবে ভেবে বীৰ্য্যহীন হয়ে পড়েছিস। তুই কেন?--সব জাতটা তাই হয়ে পড়েছে! একবার বেড়িয়ে আয়-দেখাবি ভারতেতর দেশে লোকের জীবন-প্ৰবাহ কেমন তবু তরু করে প্রবল বেগে বয়ে যাচ্ছে। আর তোরা কি কচ্ছিস্ ? এত বিষ্ঠা শিখে পরে বুদোরে। ভিখারীর মত “চাকরী দাও, চাকরী দাও” বলে চেঁচাচ্ছিল। জুতো খেয়ে খেয়ে-দাসত্ব করে করে তোরা কি আর মানুষ আছিল? তোদের মূল্য এক কাণাকড়িও নয়। এমন সজলা সফল দেশ, যেখানে প্রকৃতি অন্য সকল দেশের চেয়ে কোটিগুণে ধন-ধান্য প্রসব কবৃছেন, সেখানে দেহ ধারণ করে তোদের পেটে অল্প নেই --পিঠে কাপড় নেই। যে দেশের ধন-ধান্য পৃথিবীর অপর KFM circo civilisation (UV) first করেছে, সেই Y8