পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উনবিংশ বল্পী । অন্নপূর্ণার দেশে তোদের এমন দুৰ্দশা? ঘূণিত কুকুর অপেক্ষাও যে তোদের দুৰ্দশা হয়েছে! তোরা আবার তোদের বেদवांछिद्र फैरे काब्रिन्! cर बांउ गांशछ अन् रळ সংস্থান করতে পারে না-পরের মুখাপেক্ষী হয়ে জীবন ধারণ করে, সে জাতের আবার বড়াই ! ধৰ্ম্ম কৰ্ম্ম এখন গঙ্গায় ভাসিয়ে আগে জীবনসংগ্রামে অগ্রসর হ। ভারতে, কত জিনিস জন্মায়। বিদেশী লোক সেই raw material (পণ্যদ্রব্য) দিয়ে তার সাহায্যে সোনা ফলাচ্ছে। আর তোরা ভারবাহী গর্দভের মত তাদের মাল টেনে মরুছিস । তারতে যে সূত্র পণ্য উৎপন্ন হয়, দেশ বিদেশের লোক তাই নিয়ে তার উপর বুদ্ধি খরচ ক’রে, নানা জিনিস তৈয়ার ক’রে বড় হয়ে গেল ; আর তোরা, তোদের বুদ্ধিটাকে সিন্দুকে পুরে রেখে ঘরের ধন পরকে বিলিয়ে “হ অন্ন” ” “হা অন্ন” করে বেড়াচ্ছিস্ ! শিষ্য। কি উপায়ে অন্ন-সংস্থান হইতে পারে, মহাশয় ? স্বামিজী। উপায় তোদেরই হাতে রয়েছে। চােকে কাপড় বেঁধে বুলুছিস-“আমি অন্ধ, কিছুই দেখতে পাই না? চােকের বাধন ছিড়ে ফেল, দেখাবি-মধ্যাহসূৰ্য্যের কিরণে জগৎ ‘মালো হয়ে রয়েছে। টাকা না জোটে ত জাহাজের খালাসী হয়ে বিদেশে চলে যা। দিশি কাপড়, গামছা, ফুলে, বঁটা মাথায় ক’রে আমেরিকা ইউরোপে পথে পথে ফিরি করূগে। দেখাবি-ভারত-জার্ত জিনিসের এখনও কত কদার। আমেরিকায় দেখলুম-হুগলি জেলার কতকগুলি Ye