পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামি-শিষ্য-সূংবাদ । যাস-আহাম্মক ! ওদের পায়ে ধরে জীবনসংগ্রামোপযোগী বিদ্যা, শিল্পবিজ্ঞান, কৰ্ম্মতৎপরতা শিখগে। যখন উপযুক্ত হবি, তখন তোদের আবার আদর হবে । ওরাও তখন তোদের কথা রাখবে। কোথাও কিছুই নেই, কেবল conLLLLLL S DBDDLOLYYDBBD DBDDBBDSS DDDB TD কবৃলে কি হবে ? শিষ্য । যহাশয়, দেশের সমস্ত শিক্ষিত লোকই কিন্তু উহাতে যোগদান করিতেছে। স্বামিজী। কয়েকটা পাশ দিলে বা ভাল বক্তৃত কৰ্ত্তে পারলেই তোদের কাছে শিক্ষিত হ’ল ! ষে বিদ্যার উন্মেষে ইত্যর সাধারণকে জীবনসংগ্রামে সমর্থ কৰ্ত্তে পারা যায় না, যাতে মানুষের চরিত্রবল, পরার্থতৎপরতা, সিংহসাহসিকতা এনে দেয় না, সে কি আবার শিক্ষা ? যে শিক্ষায় জীবনে নিজের পায়ের উপরে দাড়াতে পারা যায়, সেই হচ্ছে শিক্ষণ । আজ কালকার এই সব স্কুল কলেজে পড়ে, তোরা কেমন এক প্রকারের একটা dyspeptic ( অজীর্ণরোগাক্রান্ত ) জাত তৈয়ারী হচ্ছিস। কেবল machine-এর ( কলের) মত খাটুছিস, আর ‘জয়ম্ব’ ‘ম্রিয়ম্ব’ এই বাক্যের সাক্ষী স্বরূপ হয়ে দাড়িয়েছিল। এই যে চাষা-ভুষো, মুচি-মুদ্ৰফরাস -এদের কৰ্ম্মতৎপরতা ও আত্মনিষ্ঠা তোদের অনেকের চেয়ে ঢের বেশী। এয়া নীরবে চিরকাল কাজ করে যাচ্ছেদেশের ধন-ধান্য উৎপন্ন করুবৃছে-মুখে কথাটী নেই। এরা শীঘ্রই তোদের উপরে উঠে যাবে। Capital (পয়স )