পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামি-শিষ্য-সংবাদ । জীবনসংগ্রামে সৰ্ব্বদা ব্যস্ত থাকাতে নিয়শ্রেণীর লোকcनब्र ७ऊनििन अjनांष्ठन्नव श्व नॉरे ।। रेशब्राँ भानवনিয়ন্ত্রিত কলের ন্যায় একই ভাবে এতদিন কাৰ্য্য করে এসেছে- আর বুদ্ধিমান চতুর লোকেরা এদের পরিশ্রম ও উপার্জনের সারাংশ গ্ৰহণ করেছে ; সকল দেশেই ঐরাপ হয়েছে। কিন্তু এখন আর সে কাল নেই! ইতর জাতিরা ক্রমে ঐ কথা বুঝতে পাচ্চে ও তার বিরুদ্ধে সকলে মিলে দাড়িয়ে আপনাদের ন্যায্য গণ্ডা আদায় করতে দৃঢ়-প্ৰতিজ্ঞ হয়েছে। ইউরোপ, আমেরিকায় ইতর জাতিরা জেগে উঠে ঐ লড়াই আগে আরম্ভ করে দিয়েছে। ভারতেও তার লক্ষণ · দেখা দিয়েছে-ছোট লোকদের ভিতর আজ কাল এত যে ধৰ্ম্মঘট হচ্ছে, উহাতেই ঐকথা বুঝা যাচ্ছে। এখন হাজার চেষ্টা করলেও ভদ্র জাতের, ছোট জাতদের আর দাবাতে পারবে না। এখন ইতর জাতদের ন্যায্য অধিকার পেতে সাহায্য করলেই ভদ্র জাতদের কল্যাণ । তাই ত বলি, তোরা এই mass এর (সাধারণ শ্রেণীর) ভেতর বিদ্যার উন্মেষ যাতে হয়, তাতে লেগে যা। এদের বুঝিয়ে বলগে-“তোমরা আমাদের ভাই-শরীরের একাঙ্গ —আমরা তোমাদের ভালবাসি-ক্ষ্মণা করি না।” তোদের sy sympathy (PIEffs) corto Tri *NSES“ Sarta কাৰ্য্যতৎপর হবে। আধুনিক বিজ্ঞানসাহায়ে এদের জ্ঞানোন্মেষ করে দে। ইতিহাস ভূগোল, বিজ্ঞান, সাহিত্যুসঙ্গে সঙ্গে ধৰ্ম্মের গুঢ়তত্ত্বগুলি এদের শেখা। ঐ শিক্ষার re