পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

थशब दी । ---“হে বিন্দন! ভয় করিও না, তোমার বিনাশ নাই ; সংসার, সাগর পারের উপায় আছে। যাহা অবলম্বনকেরিয়া শুদ্ধসূত্ন র্যাগিগণ এই সংসারসাগর পার হইয়াছেন, সেই উৎকৃষ্ট পথ আমি তোমায় নির্দেশ করিয়া দিব”-এবং তাহাকে আচাৰ্য্য শঙ্করের বিবেকচুড়ামণি নামক গ্ৰন্থখানি পাঠ করিতে আদেশ করিলেন। শিস্য কথাগুলি শুনিয়া ভাবিতে লাগিল স্বামিৰ্দ্ধা তাহাকে ঐ:াপে মন্ত্রদীক্ষা গ্রহণের জন্য সঙ্কেত করিতেছেন কি ? তখন অতীব আচারী ও বেদান্তমতবাদী । গুরুকরণাদিতে এখনও তাহার মতি স্থির হয় নাই এবং বর্ণাশ্রম ধৰ্ম্মের সে একান্ত পক্ষপাতী । নানা প্ৰসঙ্গ চলিতেছে এমন সময় একজন আসিয়া সংবাদ দিল যে, ‘মিরত্ব” সম্পাদক শ্ৰীযুক্ত নরেন্দ্ৰনাথ সেন স্বামিজীর সঙ্গে দেখা করিতে আসিয়াছেন। স্বামিজ সংবাদবাহককে বলিলেন-“তঁাকে এখানে নিয়ে এসো।” নরেন্দ্রবাবু ছোট ঘরে আসিয়া বসিলেন এবং আমেরিকা ও ইংলণ্ড সম্বন্ধে স্বামিজীকে নানা প্রশ্ন করিতে লাগিলেন। প্রশ্নোত্তরে স্বামিজী বলিলেন-আমেরিকাবাসীর মত এমন সহৃদয়, উদারচিত্ত, অতিথিসৎকারপরায়ণ, নব নব , ভােব গ্ৰহণে একান্ত সমুৎসুক জাতি জগতে আর দ্বিতীয় দেখা যায় না। বলিলেন, ---“আমেরিকায় যাহা কিছু কাৰ্য্য হইয়াছে তাহা আমার শক্তিতে হয় নাই ; আমেরিকা দেশের লোক এত সহৃদয় বলিয়াই তােহাৱা বেদান্তভাবী গ্ৰহণ করিয়াছেন।” ইংলেণ্ডের কথা উপলক্ষ্য করিয়া বলিলেন যে, “ইংরেজের মত Conservative ( qiीन शैडिনীতির পক্ষপাতী ) জাতি জগতে আর দ্বিতীয় নাই। তাহারা কোন নূতন ভাব সহজে গ্ৰহণ করিতে চায় না, কিন্তু অধ্যবসায়ের