পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/২০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিংশ বঙ্গী। হইল। একটী প্রেস • খরিদ করা হইল এবং শুমবাজার, রামচন্দ্ৰমৈত্রের গলিতে শ্ৰীযুক্ত গিরীন্দ্রনাথ বসাকের বাটীতে ঐ প্রেস স্থাপিত হইল।” স্বামী ত্ৰিগুণাতীত এইরূপে কাৰ্য্যভার গ্ৰহণ করিয়া ১৩০৫ সালের ১লা মাঘ ঐ পত্ৰ প্ৰথম প্ৰকাশ করিলেন। স্বামিজী ঐ পত্রের উদ্বোধন” নাম মনোনীত করিলেন এবং উহার উন্নতিকল্পে স্বামী ত্ৰিগুণাতীতকে বহু আশীৰ্ব্বাদ করিলেন। অক্লিষ্টকৰ্ম্ম স্বামী ত্ৰিগুণাতীত, স্বামিজীর আদেশে উহার মুদ্রণ ও প্রচারকল্পে • যেরূপ পরিশ্রম করিয়াছিলেন তাহার দ্বিতীয় দৃষ্টান্ত খুজিয়া পাওয়া ভার। কখন ভক্ত গৃহস্থের ভিক্ষান্নে, কখন অনশনে, কখন প্রেস ও পত্ৰ সংক্রান্ত কৰ্ম্মোপলক্ষে পায়ে হাটিয়া ৫ ক্রোশ পথ চলিয়াএইরূপে স্বামী ত্ৰিগুণাতীত ঐ পত্রের উন্নতি ও প্রচারের জন্য প্ৰাণ পৰ্য্যন্ত পণ করিতে কুষ্ঠিত হন নাই। কারণ, পয়সা দিয়া কৰ্ম্মচারী রাখিবার তখন সংস্থান ছিল না এবং স্বামিজীর আদেশ • uDBSBBDD S YTu DDuDu DDBB TD BBDu BB BBD DDD অন্য কোনরূপে খরচ করিতে পরিবে না । স্বামী ত্ৰিগুণাতীত সেজন্য ভক্তাদিগের অ্যালয়ে ভিক্ষাশিক্ষা করিয়া নিজের গ্ৰাসাচ্ছাদন কোনরূপে চালাইয়া ঐ আদেশ বর্ণে বর্ণে পালন করিয়াছিলেন : পত্রের প্রস্তাবনা স্বামিৰ্জী নিজে লিখিয়া দেন এবং কথা হয় যে, ঠাকুরের সন্ন্যাসী ও গৃহী ভক্তগণই এই পত্ৰে প্ৰবন্ধাদি লিখিবেন। কোনরূপ সুগ্ৰীলতাব্যগ্রক বিজ্ঞাপনাদি ঘাঁহাতে এই পত্রে প্রকাশিত না হয়, সে বিষয়ও স্বামিজী নির্দেশ করিয়া দেন। সঙ্ঘরূপে পরিণত রামকৃষ্ণমিশনের সভ্যগণকে স্বামিজী এই পত্ৰে প্ৰবন্ধাদি প্রেসটি স্বামিজীর জীবনকালেই নানা কারণে ৰিক্ৰয় করা হয়।