পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/২০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিংশ বল্পী। কাজ কি ক’রে কত্তে হয়, তা শেখ । এই দেখ, আমার আদেশ পালন কত্তে ত্ৰিগুণাতীত, সাধনভজন ধ্যানধারণা পৰ্য্যন্ত ছেড়ে দিয়ে কাৰ্য্যে নোবেছে । একি কম sacrificeএর (ত্যাগাস্বীকার ) কথা-আমার প্রতি কতটা ভালবাসা থেকে এ কৰ্ম্মপ্রবৃত্তি এসেছে বল cwrf* ? Success (*Fiero হাসিল) করে তবে ছাড়বে! তোদের কি এমন”রোক্‌ আছে ? শিষ্য। কিন্তু মহাশয়, গেরুয়া পরা সন্ন্যাসীর গৃহীদের দ্বারে দ্বারে ঐরূপে ঘোরা আমাদের চক্ষে কেমন কেমন ঠেকে। স্বামিজী। কেন ? পত্রের প্রচার ত গৃহীদেরই কল্যাণের জন্য । দেশে নবভাব প্রচারের দ্বারা জনসাধারণের কল্যাণ সাধিত হবে। এই ফলাকাজক্ষারহিত কৰ্ম্ম বুঝি তুই সাধন ভজনের চেয়ে কম মনে কচ্ছিস্ ? আমাদের উদ্দেশ্য জীবের হিতসাধন । এই পত্রের আয় দ্বারা টাকা জমাবার মতলব আমাদের নেই। আমরা সর্বত্যাগী সন্ন্যাসীমাগছেলে নেই যে, তাদের জন্য কিছু রেখে যেতে হবে। Success (कांच शंजिल ७ अiश शूकि ) दग्र ऊ ଧ୍ବଂଶ income ( यांग्र ) जमलछे औदल्लयांक्ष्म बाश्रेिष्ठ श्व। স্থানে স্থানে সঙ্ঘ গঠন, সেবাশ্রম স্থাপন, আরও কত কি হিতকর কাৰ্য্যে এর উদ্ধৃত্তি অর্থের সদ্ব্যয় হতে পারবে। আমরা ত গৃহীদের মত নিজেদের রোজগারের মতলব এটি এ কাজ করছিনি। শুদ্ধ পরাহিতেই আমাদের সকল movement ('কাৰ্য্য)-এটা জেনে রাখবি । እክ”ዓ