পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/২০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামি-শিন্য-সংবৃদি। শিষ্য। তাহা হইলেও—সকলে এভােব লইতে পরিবে না। স্বামিজী। নাই বা পাল্পে। তাতে আমাদের এল গেল কি ? its criticism (fr. সুখ্যাতি) "গণ্য করে কাৰ্য্যে অগ্রসর হই নি। শিষ্য। মহাশয়, এই পত্র ১৫ দিন অন্তর বাহির হইবে ; আমাদের ইচ্ছা সাপ্তাহিক হয়। স্থামিজী। তা ত বটে, কিন্তু funds (টাকা) কোথায় ? ঠাকুরের ইচ্ছায় টাকার যোগাড় হলে এটাকে পরে দৈনিকও করা যেতে পারে। রোজ লক্ষ কপি ছেপে কলিকাতার গলিতে sfits free distribution ( বিনামূল্যে বিতরণ ) করা যেতে পারে । শিষ্য। আপনার এ সঙ্কল্প বড়ই উত্তম । স্বামিজী। আমার ইচ্ছে হয়, কাগজটাকে পায়ে দাঁড় করিয়ে দিয়ে তোকে editor ( সম্পাদক ) করে দেব। কোন বিষয়কে প্রথমটা পায়ে দাড় করাবার শক্তি তোদের এখনও হয় নাই। সেটা কবৃতে এই সব সৰ্ব্বত্যাগী সাধুৱাই সক্ষম। এরা কাজ ক’রে ক’রে মরে যাবে। তবু হটবার ছেলে নয়। CNGf একটু বাধা পেলে, একটু criticism (fr) শুনলেই দুনিয়া আঁধার দেখিস। শিষ্য। সে দিন দেখিলাম, স্বামী ত্ৰিগুণাতীত ঠাকুরের ছবি গ্রেসে পূজা করিয়া। তবে কাজ আরম্ভ করিলেন এবং কাৰ্য্যের সফলতার জন্য আপনার কৃপা প্রার্থনা করিলেন । BDDS BDBB LL SGDBYSSDL DBDS DBDB ry