পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/২১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একবিংশ বল্লী । স্থান-কলিকাতা । k*-svat Sir ‘ৎ’ বিষয়-সিষ্টার নিবেদিতা প্রভৃতির সহিত স্বামিজীর আলিপুরের পশুশালা দেখতে গমন-পশুশালা দেখিবার কালে কথোপকথন ও পরিহাসদর্শনান্তে পশুশালার রূপারিস্টেণ্ডেণ্ট বাবু রামন্ত্ৰহ্ম সায়্যাল রায় বাহাদুরের বাসঃ চা পানী ও ক্রমবিকাশসম্বন্ধে কথোপকথন-ক্ৰমবিকাশের কারণ বলিয়া YYK BOLTBY DD BBB BBDD DBD D DBDDB DDDS ঐ বিষয়ের কারণ সম্বন্ধে মহামুনি পতঞ্জলির মত-বাগৰাজারে ফিরিয়া আসিয়া স্বামিঞ্জীর পুনরায় ক্রমবিকাশসম্বন্ধে কথোপকথন-পাশ্চাত্য পণ্ডিতগণের দ্বার নির্দিষ্ট ক্রমবিকাশের কারণ মানবেতর প্রাণিজগতে সত্য হইলেও মানবজগতে সংযম এবং ত্যাগই সর্বোচ্চ পরিশামের কারণ-স্বামিজী সৰ্ব্ব-সাধারণাকে সৰ্ব্বাগ্রে শরীর সবল কয়িতে কোন বলিয়াছেন । আজ তিন দিন হইল, স্বামিজী বাগবাজারে ৬/বলরাম বসুর অবস্থান করিতেছেন। প্ৰত্যহ অসংখ্য লোকের ভিড় । স্বামী যোগানন্দও স্বামিজীয় সঙ্গে একত্রে অবস্থান করিতেছেন। অন্ত সিষ্টার নিবেদিতাকে সঙ্গে লইয়া স্বামিজী আলিপুরের পশুশালা দেখিতে যাইবেন । শিষ্য উপস্থিত হইলে তাহাকে ও স্বামী যোগানন্দকে বলিলেন, “তোরা আগে চলে যা-আমিনিবেদিতাকে নিয়ে গাড়ী করে একটু পরেই যাচ্ছি।” স্বামী যোগানন্দ শিস্যকে সঙ্গে লইয়া ট্রামে করিয়া আড়াইট আন্দাজ রওনা হইলেন। তখন ঘোড়ার ট্রাম। বেল প্ৰায় ৪টায় ”

  • . e3)