স্বাষি-শিষ্ম-সংবাদ । সময় পশুশালায় উপস্থিত হইয়া তিনি বাগানের তদানীন্তন - ਬੋgਰੋ বাবুরামব্ৰহ্ম সায়্যাল রায় বাহাদুরের সঙ্গে সাক্ষাৎ করিলেন। স্বামিজী অসিতেছেন শুনিয়া রামব্ৰহ্মবাবু সাতিশয় সন্তোষ লাভ করিলেন এবং স্বামিজীকে অভ্যর্থনা করিবার জন্য বাগানের স্বারে ধাড়াইয়া থাকিলেন। প্রায় সাড়ে চারিটার সময় স্বামিজী নিবিদিতাকে সঙ্গে লইয়া তথায় উপস্থিত হইলেন। রামব্ৰহ্মবাবুও : পরম সমাদরে স্বামিজী ও নিবেদিতাকে অভ্যর্থনা করিয়া পশুশালার ভিতরে লইয়া যাইলেন এবং প্রায় দেড় ঘণ্টা কাল তাঁহাদের অনুগমন করিয়া বাগানের নানা স্থান প্ৰদৰ্শন করাইতে লাগিলেন। “স্বামী যোগানন্দ ও শিষ্যসমভিব্যাহারে তঁহাদের পশ্চাৎ পশ্চাৎ চলিলেন । রামব্ৰহ্মবাবু উদ্ভিদবিদ্যায় সুপণ্ডিত ছিলেন, উদ্যানস্থ নানা বৃক্ষ দেখাইতে দেখাইতে উদ্ভিদ-শাস্ত্রের মতে বৃক্ষাদির কালে কিরূপ ক্ৰম-পরিণতি হইয়াছে, কখন কখন তৰিষয় আলোচনা করিতে করিতে অগ্রসর হইতে লাগিলেন । নানা জীব জন্তু দেখিতে দেখিতে স্বামিঞ্জীও মধ্যে মধ্যে জীবের উত্তরোত্তর পরিণতিসম্বন্ধে ডারুইনের (Darwin) মতের আলোচনা করিতে লাগিলেন। শিষ্যের মনে আছে, সৰ্প-গৃহে যাইয়া তিনি চক্রাঙ্কিতগাত্র একটা প্ৰকাণ্ড সাপ দেখাইয়া বলিলেন, “ইহা হইতেই কালে tortoise (কিচ্ছপ) উৎপন্ন হইয়াছে। ঐ সাপই বহুকাল ধরিয়া একস্থানে বসিয়া থাকিয়া ক্ৰমে কঠোরপৃষ্ঠ হইয়া গিয়াছে।” কথাগুলি বলিয়াই স্বাণিজী শিষ্যকে তামাসা করিয়া বলিলেন, “তোরা না কচ্ছপ খাস? ডারুইনের মতে এই সাপই কাল-পরিণামো কচ্ছপ হয়েছে। -তা হলে তোরা সাপও থাস!” শিষ্য শুনিয়া ঘূণায় মুখ বাকাইয়া বলিল ess
পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/২১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।