পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/২১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একবিংশ বলী। “মহাশয়, একটা পদার্থ ক্রমপরিণতির দ্বারা পদার্থত্ত্বির হইয়া যাইলে যখন তাহার। পূৰ্ব্বাকৃতি ও স্বভাব থাকে না, তখন কচ্ছপ খাইলেই যে "সাপ খাওয়া হইল, একথা কেমন কািরয়া বলিতেছেন ?” শিষ্যের কথা শুনিয়া স্বামিজী ও রামব্ৰহ্মবাবু হাসিয়া উঠিলেন এবং সিষ্টার নিবেদিতাকে ঐ কথা বুঝাইয়া দেওয়াতে তিনিও হাসিতে লাগিলেন । ক্ৰমে সকলেই যেখানে সিংহ ব্যাস্ত্ৰাদি রক্ষিত ছিল, সেই ঘরের দিকে অগ্রসর হইতে লাগিলেন। রামব্ৰহ্মবাবুর আদেশে রক্ষকেরা সিংহ ব্যান্ত্রের জন্য প্রচুর মাংস আনিয়া আমাদের সম্মুখেই উহাদিগকে আহার করাইতে লাগিল। উহাদের "সাহিলাদ-গৰ্জন এবং সাগ্ৰহ-ভোজন শুনিবার ও দেখিবার অল্পক্ষিণ পরেই উদ্যানমধ্যস্থিত রামব্ৰহ্মবাবুর বাসাবাড়ীতে আমরা সকলে উপস্থিত হইলাম। তথায় চা ও জলপানের উদ্যোগ হইয়াছিল। স্বামিজী অল্পমাত্র চা পান করিলেন। নিবেদিতাও চা পান করিলেন। এক টেবিলে বসিয়া সিষ্টার র্নিবেদিতাম্পূষ্ট মিষ্টান্ন ও চা খাইতে সঙ্কুচিত হইতেছে দেখিয়া স্বামিজী শিষ্যকে পুনঃ পুনঃ অনুরোধ করিয়া উহা খাওয়াইলেন, এবং নিজে জলপান করিয়া তাহার অবশিষ্ট শিষ্যকে পান করিতে দিলেন। অতঃপর ন্ডারুইনের ক্রমবিকাশবাদ লইয়া কিছুক্ষণ কথোপকথন চলিতে লাগিল । DBBB BDDDD DDDBBBBD S ii uBDB DBBD CD ভাবে বুঝাইয়াছেন, তৎসম্বন্ধে আপনার অভিমত কি ? স্বামিজী। ভারুইনের কথা সঙ্গত হইলেও evolutionএর (ক্রম YANS