পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/২১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামি-শিষ্য-সংবাদ ।. স্বামিজী। তাদের যদি তুই যত্ন করে ভাল idea (ভাব) একবার দিতে পারিস তা হলে তারা যত শীগগীির তা work out (কাৰ্য্যে পরিণত ) কত্তে পাৰ্বৰে হীনবীৰ্য্য লোক তত শীগুগীর পারবে না। দেখছিস না, ক্ষীণশরীরে কাম ক্রোধের বেগধারণ হয় না। শুটুকো লোকগুলো শীগৃগীর রেগে যায়-গীগগীর কামমোহিত হয়। শিষ্য। কিন্তু ঐ নিয়মের ব্যতিক্রমও দেখিতে পাওয়া যায়। স্বামিজী। তা নাই কে বলছে ? মনের উপর একবার control * আধিপত্য লাভ ) হয়ে গেলে, দেহ সবল থাক বা শুকিয়েই Iাক, তাতে আর কিছু আসে যায় না । মোট কথা হৰ্সেই physique ( শরীর) ভাল না হলে সে "আত্মজ্ঞানের অধিকারীই হতে পারে না ; ঠাকুর বলতেন, “শরীরে এতটুকু খুঁত থাকলে জীব সিদ্ধ হতে পারে না।” কথাগুলি বলিতে বলিতে স্বামিজী উত্তেজিত হইয়াছেন দেখিয়া শিষ্য সাহস করিয়া আর কোন কথা বলিতে পারিল না । স্বামিজীর সিদ্ধান্ত গ্ৰহণ করিয়া স্থির হইয়া রহিল। কিছুক্ষণ পরে স্বামিত্রী রহস্য করিয়া উপস্থিত সকলকে বলিতে লাগিলেনBBBB BB BDBKS BBBDBDS DBDDBD B DuD DDD DDDD এটা খেয়ে এসেছে। তার ছোয়া মিষ্টাক্স না হয় খেয়েছিল, তাতে তত আসে যায় না। -কিন্তু তার ছোয়া জলটা কি করে। খেলি ? शिबु । उा जi: VerfaWC আমি সব করতে পারি। জলটা খাইতে কিন্তু আমি নারাজ Ror