পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/২২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

सांविश्व दौ। কক্সবার বন্দোবস্ত থাকবে। ঐ অন্নসত্র ঠাকুরের নামে প্রতিষ্ঠিত হবে। যেমন funds (টাকা) জুট্ৰবে, সেই অনুসারে অন্নসত্র প্রথমে খুলতে হবে। চাই কি প্ৰথমে দু'তিনটী লোক নিয়ে start (কাৰ্য্যারম্ভ) কৰ্ত্তে হবে। উৎসাহী ব্ৰহ্মচারিগণকে এই অন্নসত্র চালাতে train করতে (শিখাইতে) হবে। তাদের যোগাড় সোগাড় BDD0YSuD D DDBDB BDBDuDuYSg DDBDB BuBBBDBD BB S YY বিষয়ে কোনরূপ অর্থসাহায্য কৰ্ত্তে পারবে না। ব্ৰহ্মচারিগণকেট উহার জন্য অর্থসংগ্রহ করে আনতে হবে। সেবাসত্রে ঐভাবে পাঁচ বৎসর training (শিক্ষালাভ) সম্পূর্ণ হলে उद उiब्रां दिछ1মন্দির শাখায় প্রবেশাধিকার লাভ কৰ্ত্তে পারবে। অন্নসত্ৰ পাঁচ বৎসর আর বিস্তাশ্রমে পাঁচ বৎসর-একুনে দশ বৎসর trainingএর ( শিক্ষার ) পর মঠের স্বামিগণের দ্বারা দীক্ষিত হয়ে সন্ন্যাসাশ্রমে প্ৰবেশ কৰ্ত্তে পারবে-অবশ্য যদি তাদের সন্ন্যাসী হতে ইচ্ছে হয় ও মঠের অধ্যক্ষগণের তাকে উপযুক্ত অধিকারী বুঝে সন্ন্যাসী করা অভিমত হয়। তবে, মঠাধ্যক্ষ কোন কোন বিশেষ সদগুণসম্পন্ন ব্ৰহ্মচারী সম্বন্ধে ঐ নিয়ম ব্যতিক্রম ক’রে তাকে যখন ইচ্ছে সন্ন্যাস দীক্ষা দিতেও পারবেন। সাধারণ ব্ৰহ্মচারিগণকে কিন্তু পুৰ্ব্বে যেমন বললুম। সেইভাবে ক্ৰমে ক্ৰমে সন্ন্যাসাশ্রমে প্রবেশ কৰ্ত্তে হবে। var for RF JR idea (sir) (CICR শিষ্য। মহাশয়, মঠে এইরূপ তিনটী শাখা স্থাপনের উদ্দেশ্য কি হবে ? স্বামিজী। বুঝলিনি ? প্ৰথমে অন্নদান ; • তার পর বিস্তাদান। সৰ্ব্বোপরি জ্ঞানদান। এই তিন ভাবের সমন্বয় এই মঠ থেকে কয়ুতে হবে। অন্নদান কম্বুবার চেষ্টা কবৃতে করতে R