পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামি-শিষ্য-সংবাদ । । . . . আপনারা ভারতের কল্যাণ অন্য ভাবে সাধিত হবে বুঝে থাকেন ত অন্য ভাবে কাৰ্য্য করে যান।” "নরেন্দ্ৰ বাৰু স্বামিজীর কথায় অবিসম্বাদী সম্মতি প্ৰকাশ করিয়া কিছুক্ষণ বাদে উঠিয়া গেলেন। শিষ্য স্বামিজীর পূৰ্বোক্ত কথা সকল শুনিয়া অবাক হইয় তাহার দীপ্ত মূৰ্ত্তির দিকে অনিমেষ নয়নে চাহিয়া রহিল। r নরেন্দ্র বাবু চলিয়া গেলে পর, গোরক্ষিণী সভার জনৈক উদ্যোগী প্রচারক স্বামিজীর সঙ্গে দেখা করিতে উপস্থিত হইলেন। পুৱা না হইলেও ইহার বেশভূষা অনেকটা সন্ন্যাসীর মতা-মাথায় গেরুয়া রঙ্গের পাগড়ি বাধা-দেখিলেই বুঝা যায় ইনি হিন্দুস্থানী। গোরক্ষা প্রচারকের আগমনবার্তা পাইয়া স্বামিজী বাহিরের ঘরে আসিলেন। প্রচারক স্বামিজীকে অভিবাদন করিয়া গোমাতার একখানি ছবি “কঁহাকে উপহার দিলেন। স্বামিজী উহা হাতে zDB DDDBD BBB sB BDBD DDD SDDBBD DBDB নিম্নলিখিত ‘আলাপ করিয়াছিলেনস্বামিঞ্জী। আপনাদের সভার উদ্দেশ্য কি ? প্রচারক । আমরা দেশের গোমাতাগণকে কসাইয়ের হাত থেকে রক্ষা করিয়া থাকি । স্থানে স্থানে পিঙ্গরাপোল স্থাপন করা হইয়াছে-সেখানে রুগ্ন, অকৰ্ম্মণ্য এবং কসাইয়ের হাত হইতে ক্রীত গোমাতাগণ প্ৰতিপালিত হয়। স্বামিজী। এ অতি উত্তম কথা। আপনাদের আয়ের পন্থা কি ? প্রচারক। দয়াপরবশ হুইয়া আপনাদের ন্যায় মহাপুরুষ যাহা কিছু দেন, তাহা দ্বারাই সভার ঐ কাৰ্য্য নিৰ্বাহ হয় ।