পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/২৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छांख्श् िदी । সাপ ভেবে ভয়ে দৌড়তে লাগলি, তখনকি দাড়াটা সাপ হয়ে গিয়েছিল?-না, তোর অজ্ঞতাই তোকে অমল করে · শিষ্য। অজ্ঞতা হইতেই ঐরাপ করিয়াছিলাম। স্বামিজী। তা হলে ভেবে দেখ-তুই যখন আবার দাঁড়াকে দাড়া বলে জানতে পারুবি, তখন নিজের পূর্বকার অজ্ঞতৃ ভেবে হাসি পাবে কি না ?--তখন সামরূপ মিখ্যা ফুলে বোধ হবে কিনা ? fn v Ko uBDDDS BD DD DS DBDB DBDDBD DDD D S এইরূপে" ব্ৰহ্মসত্তাই একমাত্র সত্য হয়ে দাঁড়াল। এই অনন্ত সৃষ্টিবৈচিত্র্যেও তার স্বরূপের কিছুমাত্র পরিবর্তন হয় নাই। কেবল তুই এই অজ্ঞানের মন্দান্ধকারে এটা মাগ, এটা ছেলে, এটা আপনা, এটা পর ভেবে সেই সৰ্ববিভাসক আত্মার সত্তা বুঝতে পারছিলনে। যখন গুরুর উপদেশ ও নিজের বিশ্বাস দ্বারা এই নাম রূপাত্মক জগৎটা না দেখে এর মূল সন্তাটাই কেবল অনুভব কল্পবিত্বখনি আব্ৰহ্মাস্তম্ব পৰ্য্যন্ত সকল পদার্থে তোয় আত্মানুভূতি হবেতখনি “ভিদ্যতে হৃদয়গ্ৰন্থিশিছদ্যান্তে সর্বসংশয়াঃ” হবে । শিষ্য। মহাশয়, এই অজ্ঞানের আদি-অস্তের কথা জানিতে ऐछ| श्त्र । স্বামিজী। যে জিনিসটা পয়ে থাকে মা-সে জিনিসটা যে মিথ্যা, তা ত বুঝতে পেরেছিল? যে যথাৰ্থ ব্ৰহ্মজ্ঞ হয়েছে সে বলবে, Yo