পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/২৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه{ রামকৃষ্ণলীলাপ্রসঙ্গ। গুরুত্বভাব-পুৰ্ব্বাঙ্ক < 亏艾芬夺T宙 ( স্বামী সারদানন্দ প্ৰণীত ) ( २घ्र नईश्4१ ) শ্ৰীশ্ৰীরামকৃষ্ণদেবের অলৌকিক চরিত্র ও জীবনী সম্বন্ধে গত কয়েক বৎসর ধরিয়া উদ্বোধন পত্রে যে সকল প্ৰবন্ধ প্ৰকাশিত হইতেছে, তাতারই প্ৰথমাংশ সংশোধিত ও পরিবৰ্দ্ধিত ভাইয়া. পুস্তকাকারে দুই খণ্ডে প্ৰকাশিত হইয়াছে। श्थ& ( श्ङ्ग:छतूপূব্বাদ্ধ) মূল্য- ১০ আনা ; উদ্বোধন-গ্ৰাহ্zকর পক্ষে ১২ টাকা । ২য় খণ্ড ( অর্থাৎ গুরুভাব-উত্তরাদ্ধ) মূল্য Wi০ ; উদ্বোধন-শ্লাহকের || هلیلا تا শ্ৰীশ্ৰীরামকৃষ্ণদেবের জীবনী ও শিক্ষা-সম্বন্ধে এরূপ ভাধের পুস্তক ইতিপূৰ্ব্বে আর প্রকাশিত হয় নাই। যে সাৰ্ব্বজনীন উদার আধ্যাত্মিক শক্তির সাক্ষাৎ প্রমাণ ও পরিচয় পাইয়া স্বামী শ্ৰী বিবেকানন্দ প্রমুখ বেলুড় মঠের প্রাচীন সন্ন্যাসিগণ শ্ৰীীরামকৃষ্ণদেবকে জগদগুরু ও যুগান্ধতার বলিয়া স্বীকার কারিয়া কঁহার শ্ৰীপাদপদ্মে শরণ লইয়াছিলেন, সে ভাবটি বর্তমান পুস্তক ভিন্ন অন্যত্র পাওয়া অসম্ভব ; কারণ, স্হা তাঙ্গাদেরষ্ট অন্যতমের দ্বারা লিখিত । পুস্তকে প্রত্যেক পৃষ্ঠায় বর্ণিত বিষয়গুলি ঐ পুষ্ঠার পার্থে ‘মাজিন্তাল নোট’রূপে দেওয়া হইয়াছে । আবার ঐ নোটগুলি সম্বলিত প্ৰত্যেক অধ্যায়ের বিস্তারিত সুচীপত্র গ্রন্থের প্রথমে দিয়া পুস্তকমধ্যগত কোনও বিষয় খুজিয়া - লষ্টতে পাঠকের বিশেষ সুবিধা করিয়া দেওয়া হইয়াছে। তদ্ভিন্ন পূৰ্ব্বাদ্ধে দক্ষিণেশ্বরের শ্ৰীশ্ৰীমাকালীর, শ্ৰীষ্টামকৃষ্ণদেবের ঐবং ৮শদ্ভুচন্দ্ৰ মল্লিকের তিনখানি হাফটোন ছবি দেওয়া হইয়াছে ; এবং উত্তরাদ্ধে দক্ষিণেশ্বরের কালীমন্দির, দ্বাদশ শিবমন্দির এবং বিষ্ণুমন্দির-সম্বলিত সুন্দর ছবি এবং মথুর বাবু, বলরাম বাবু এবং গোপালের মা প্রভৃতি ভক্তগণের ছবি সন্নিবেশিত হইয়াছে। s