পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় বল্পী। আজ হাজার বছর হতে চলল ভাবছিস্—আমরা शैन, मकल दिवान्न আঁঠুমূণ্য ; cङॣद (उर्द उद्दे · श्धा পড়েছি। (আপনার শরীর দেখাইয়া ) এ দেহও ত তোদের দেশের মাটি থেকেই জন্মেছে?-আমি কিন্তু কখন ওরূপ ভাবি নাই। তাই দেখােন তঁার (ঈশ্বরের ) ইচ্ছায়, যারা আমাদের চিরকাল হীন :মনে করে, তারাই আমাকে দেবতার মত খাতির করেছে ও করছে। খ. তারাও যদি ঐরূপ ভাবতে পারিস যে, “আমাদের ভিতর অনন্ত শক্তি, অপাের জ্ঞান, অদম্য উৎসাহ আছে’ এবং অন্তরের গ ঐ শক্তি জাগাতে পারিস ত তোরাও আমার মত হতে? পারিস। শিষ্য। ঐ রূপ ভাবিবার শক্তি কোথায়, মহাশয় ? বাল্যকাৰ্ল হইতে ঐ কথা শুনায় ও বুঝাইয়া দেয় এমন শিক্ষক বা উপদেষ্টাই বা কোথায় ? লেখাপড় করা আজকাল কেবল চাকরী লাভের জন্য, এই কথাই আমরা সকলের নিকটু হইতে শুনিয়াছি ও শিখিয়াছি। ۰۰." ۔ جی - স্বামিজী। তাই ত আমরা এসেছি অন্যরূপ শেখাতে ও দেখাতে । তোরা আমাদের কাছ থেকে ঐ তত্ত্ব শেখ, বোঝা, অনুভূতি কর-তার পর নগরে নগ্নরে, গ্ৰাষে গ্রামে, পলীতে পল্লীতে ঐ ভাব ছড়িয়ে দে। সকলকে গিয়ে কল, “ওঠজাগ—আর ঘূমিও না ; সকল অভাব, সকল দুঃখ ঘুচাৰ্যার শক্তি তোমাদের নিজের ভিতরে রয়েছে ; এ কথা বিশ্বাস কর, তাহলেই ঐ শক্তি জেগে উঠবে।” ঐ কথা সকলকে y