পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় বল্পী । ফলাফল দাতা একমাত্র তিনি (ঈশ্বর), যাহা হয় করবেন। ; সে কথায় তোর কাজ কি ? তুষ্ট ওদিকে না দেখে কেবল কাজ করে যা । 曾 বলিতে বলিতে গাড়ী বাগানবাড়ীতে পহুছিল। কলিকাতা হইতে অনেক লোক স্বামিজীকে দর্শন করিতে সেদিন বাগানে আসিয়াছেন। স্বামিজী গাড়ী হইতে নামিয়া ঘরের ভিতর যাইয়া বসিলেন এবং তঁহাদিগের সকলের সহিত কথা কহিতে লাগিলেন। স্বামিজীর বিলাতি শিষ্য গুডউইন সাহেব (Goodwin) মূৰ্ত্তিমান সেবার স্যায় অনতিদূরে দাড়াইয়া ছিলেন ; ইতিপূৰ্ব্বে তাহার BDD BBBD DDB BD SDDBDBDD S DDB SBDD DDD এবং উভয়ে মিলিয়া স্বামিজীর সম্বন্ধে নানা প্ৰকার কথোপকথনে নিযুক্ত হইল। সন্ধ্যার পর স্বামিজী শিষ্যকে ডাকিয়া বলিলেন-তুই কি কঠোপনিষদ কণ্ঠস্থ করেছিস্ ? শিষ্য। না মহাশয় ; শঙ্করভাষ্য সমেত উহা পড়িয়াছি মাত্র। স্বামিজী। উপনিষদের মধ্যে এমন সুন্দর গ্ৰন্থ আরূদেখা যায়না। ইচ্ছা হয় তোরা এখানা কণ্ঠে করে রাখিস্। নচিকেতার, কৃষ্ঠায় শ্রদ্ধা, সাহস, বিচার ও বৈরাগ্য, জীবনে আনবার চেষ্টা কৰু-শুধু পড়লে কি হবে। শিস্য কৃপা করুন, যাহাতে দাসের ঐ সকল অনুভূতি হয়! স্বামিজী। ঠাকুরের কথা শুনেছিস্ ত?-তিনি বলতেন, ‘কৃপা বাতাস ত বইছেই, তুই পাল তুলে দেন।” কেউ কাকেও কিছু করে দিতে পারে কি রে বাপ ? আপনার