পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूऊँौत्र बौ। হইয়া, কৈহ তত্ত্বান্বেষী হইয়া, কেহ বা স্বামিজীর জ্ঞান-গরিমা পরীক্ষা কয়িতে, তখন স্বামিজীকে দর্শন করিতে আসিত। শিষ্য দেখিয়াছে, প্ৰশ্নকৰ্ত্তারা স্বামিজীর শাস্ত্রব্যাখ্যা শুনিয়া মুগ্ধ হইয়া যাইত এবং তঁহার উদ্ভিন্ন প্ৰতিভায় বড় বড় দার্শনিক বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা পণ্ডিতগণ নিৰ্বাক হইয়া অবস্থান করিত ! স্বামিজীর কণ্ঠে বীণাপাণি যেন সৰ্ব্বদা অবস্থান করিতেন। এই दांशीन अवश्ॉन कारण डैशब्र आएगोक्कि ८यांशशूटिब्र७ गभान সময়ে পরিচয় পাওয়া যাইত কলিকাতা বড়বাজারে বহু পণ্ডিতের বাস। অর্থবান মাড়োয়ারী বণিকগণের অন্নেই ইহারা প্ৰতিপালিত। ঐ সকল বেদজ্ঞ এবং • দার্শনিক পণ্ডিতগণও এ সময়ে স্বামিজীর সুনাম অবগত হইয়া ছিলেন । ইহাদের মধ্যে কতিপয় বিশিষ্ট পণ্ডিত স্বামিজীর সঙ্গে তর্ক করিবার মানসে একদিন এই বাগানে উপস্থিত হন। শিষ্য সেদিন তথায় উপস্থিত ছিল। আগন্তুক পণ্ডিতগণের সকলেই সংস্কৃত ভাষায় অনর্গল কথাবাৰ্ত্তা বলিতে পারিতেন। তঁহারা আসিয়াই মণ্ডলীপরিবেষ্টিত, স্বামিজীকে সম্ভাষণ করিয়া সংস্কৃত ভাষায় কথাবার্তা আরম্ভ করিলেন। স্বামিজীও সংস্কৃতেই তাহাদিগকে উত্তর দিতে লাগিলেন। কোন বিষয় লইয়া স্বামিজীর সঙ্গে সেদিন পণ্ডিতগণের বাদানুবাদ

  • এই বাগানে অবস্থান কালে স্বামিজ: একদিন একটী প্ৰেতাত্মার ছিন্নমুণ্ড BDB KBSS D DDB BBDBB BKOD gg DDBD BDK DDS করিতেছিল । অনুসন্ধান করিয়া, স্বামিজ পরে জানিতে পারিয়াছিলেন বো, সত্য সত্যই ঐ বাগানে কোন ব্ৰাহ্মণের অপঘাতে মৃত্যু হয়। এই ঘটনা। তিনি পরে ॐशव्र शुक्रचाछ्गांब्र वाङ् 8कां कष्ट्रन ।

Ro