পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামি-শিষ্য-সংবাদ ‘ইনিই বিশ্ববিজয়ী স্বামি বিবেকানন্দ ‘’ স্বামিজীর এই অমানুষিক দীনতা দেখিয়া সকলেই, একবাক্যে প্রশংসা করিতে এবং ‘জয় রামকৃষ্ণ ধ্বনিতে গম্যপন্থী মুখরিত করিতে লাগিল। গৃহীর আদর্শস্থল নবগোপাল বাবুর প্রাণ আজ আনন্দে ভরিয়া গিয়াছে। ঠাকুর ও তাহার সাঙ্গোপাঙ্গগণের সেবার জন্য বিপুল আয়োজন করিয়া তিনি চতুর্দিকে ছুটাছুটি করিয়া তত্ত্বাবধান করিতেছেন এবং মধ্যে মধ্যে ‘জয় রাম’, ‘জয় রাম” বলিয়া উল্লাসে চিৎকার করিতেছেন। * ক্ৰমে দলটীি নবগোপাল বাবুর বাড়ীর দ্বারে উপস্থিত হইবামাত্র DDBD u D DBB DDB uBS DDD DDBB BDBBD বৈঠকখানার ঘরে কিয়ৎকাল বিশ্রাম করিয়া ঠাকুরঘর দেখিতে উপরে চলিলেন। ঠাকুরঘরখানি মৰ্ম্মর প্রস্তরে গ্রথিত। মধ্যস্থলে সিংহাসন, তদুপরি ঠাকুরের পোরসিলেনের প্রতিমূৰ্ত্তি। হিন্দুর ঠাকুর পূজায় যে যে উপকরণের আবশ্যক, আয়োজনে তাহার কোন অঙ্গে কোন ক্ৰটি নাই। স্বামিজী দেখিয়া বিশেষ প্ৰসন্ন হইলেন। নবগোপাল বাবুর গৃহিণী অপরাপর কুলবধুগণের সহিত স্বামিজাকে সাষ্টাঙ্গ প্ৰণাম করিলেন এবং পাখি লইয়া তীহাকে কািজন করিতে লাগিলেন । . স্বামিজীর মুখে সকল বিষয়ের সুখ্যাতি শুনিয়া দৃষ্টি ঠাকুরাণী एँीशएक गत्वाशन कब्रिया बगिगन-‘बायांगन गांश केि c, ঠাকুরের সেবাধিকার লাভ করি ? সামান্য ঘর, সামান্য অর্থআপনি আজ নিজে কৃপা করিয়া ঠাকুরকে প্রতিষ্ঠিত করিয়া আমাদের ধন্য করুণ r lor