পঞ্চম বল্পী । সঙ্গে আলাপ করাইয়া দিতে লাগিলেন। ইংরেজ মহিলারা ধৰ্ম্ম-• শিক্ষার জন্য তঁহার সঙ্গে দূর প্রদেশ হইতে আসিয়াছেন দেখিয়া দর্শকগণের মধ্যে কেহ কেহ আশ্চৰ্য্য হইয়া তাহার অদ্ভুত শক্তির কথা বলাবলি করিতে লাগিল । বেলা ৩টার পর স্বামিজী শিষ্যকে বলিলেন, “একখানা গাড়ী দ্ব্যাখ-মােঠ যেতে হবে।” অনন্তর আলমবাজার পর্য্যন্ত যাইবার ভাড়া দুই আনা ঠিক করিয়া শিষ্য গাড়ী লইয়া উপস্থিত হইলে স্বামিজী স্বয়ং গাড়ীর একদিকে বসিয়া ও স্বামী নিরঞ্জনানন্দ ও শিষ্যকে অন্যদিকে বসাইয়া আলমবাজার মঠের দিকে আনন্দে অগ্রসর হইতে লাগিলেন। যাইতে যাইতে শিষ্যকে বলিতে লাগিলেন, “কেবল : bstract idea ( জীবনে ও কাৰ্য্যে অপরিণত ভাব) নিয়ে পড়ে থাকলে কি হবে ? এই সকল উৎসব প্ৰভৃতিরও YBDBDBDSDBDDBD Y tLLLADDE BDBYD gB BBDBDDBDB TODB छफॢिन्न পড়বে। এই যে হিন্দুদের বার মাসে তের পাৰ্বণ-এর মানেই । হচ্ছে, ধৰ্ম্মের বড় বড় ভাবগুলি ক্ৰমশঃ লোকের ভেতর প্রবেশ করিয়ে দেওয়া। ওর একটা দোযও আছে। সাধারণ লোকে ঐ সকলের প্রকৃত ভাব না বুঝে ঐ সকলে মত্ত হয়ে যায়, আর ঐ উৎসব আমোদ থেমে গেলেই আবার যা, তাই হয়। সেজন্য ওগুলি ধৰ্ম্মের বাহিরাবরণ, প্ৰকৃত ধৰ্ম্ম ও আত্মজ্ঞানকে ঢেকে রেখে দেয়, এ কথা সত্য । SDDBD DD DEBEB BDBSBDBS DDBS TBBD DDD BBB পারে না।--তারা ঐ উৎসব আমোদের মধ্য দিয়ে ক্ৰমে ধৰ্ম্ম বুঝতে । চেষ্টা করে। মনে কয়, এই যে আজ ঠাকুরের জন্মোৎসব হয়ে; \OS
পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/৫৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।