পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামি-শিযুগ্ম-সংবাদ । SEELS D BDD DDBD BDB BBS BDBD uDDBD DB BDDL ভূবিবে। যার নামে এত লোক একত্রিত হয়েছিল, তিনি কে, তার নামেই বা এত লোক আসিল কেন-একথা তাদের মনে উদয় হবে। যাদের তাও না হবে, তারাও এই কীৰ্ত্তন দেখতে ও প্ৰসাদ পেতেও অন্ততঃ বছরে একবার আসবে। আর ঠাকুরের ভক্তদের দেখে যাবে। তাতে তাদের উপকার বই অপকার হবে না।” শিষ্য । “কিন্তু মহাশয়, ঐ উৎসব। কীৰ্ত্তনই যদি সার বলিয়া কেহ বুঝিয়া লয়, তবে সে আর অধিক অগ্রসর হইতে পারে কি ? আমাদের দেশে ষঠ পূজা, মঙ্গলচণ্ডীর পূজা প্ৰভৃতি যেমন मिडामभिखिक श्ग्रा ट्राईग्रात्छ, छेश्ig cलश्क्रश्र (qक হইয়া দাড়াইবে। মরণ পৰ্য্যন্ত লোকে ঐ সকল করিয়া যাইতেছে, কিন্তু কই--এমন লোক ত দেখিলাম না, যে ঐ সকল পূজা করিতে করিতে ব্ৰহ্মজ্ঞ হইয়া উঠিল! স্বামিজী। কেন ? এই যে ভারতে এত ধৰ্ম্মবীর জন্মেছিলেনতঁরা এ ত সকলে ঐগুলিকে ধরে উঠেছেন ও অত বড় হয়েছেন ? ঐগুলিকে ধরে সাধন করতে কবৃতে যখন আত্মার দর্শন লাভ হয়, তখন আর ঐ সকলে আঁট থাকে। না। তবু লোকসংস্থিতির জন্য অবতারকল্প মহাপুরুষেরাও ঐগুলি মেনে চলেন। শিষ্য। লোক-দেখান মানিতে পারেন-কিন্তু আত্মজ্ঞৈর কাছে যখন এ সংসারই ইন্দ্ৰজালবৎ অলীক বোধ হয়, তখন ॐांशश्न कि आंत्रांव्र पैं गोकण वांश् cगांकबाबशक সত্য বলিয়া মনে হইতে পারে ? o