পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামি-শিষ্য-সংবাদ । শিষ্য। মহাশয়, আপনার কথা বুঝিতে পারিতেছি না ; মধ্যে মধ্যে আমার মনে হয়, আপনারাও এইরূপে উৎসব প্রচারাদি করিয়া ঠাকুরের নামে আর একটা সম্প্রদায়ের সুত্রপাত করিতেছেন। আমি নাগ মহাশয়ের মুখে শুনিয়াছি, ঠাকুর কোন দলভুক্ত ছিলেন না। শাক্ত, বৈষ্ণব, ব্ৰহ্মজ্ঞানী, মুসলমান, খ্ৰীষ্টান সকলের ধৰ্ম্মকেই তিনি বহু মান দিতেন। স্বামিজী। তুই কি করে জানুলি, আমরা সকল ধৰ্ম্মমতকে ঐ রূপে বহু মান দিই না ? এই বলিয়া স্বামিজী নিরঞ্জন মহারাজকে হাসিতে হাসিতে বলিলেন-“ওরে, এ বাঙ্গাল বলে কি ?” শিষ্য। মহাশয়, কৃপা করিয়া ঐকথা আমায় বুঝাইয়া नि । স্বামিৰ্জী। তুই তৃত আমার বক্তৃতা পড়েছিল। কই, কোথায় ঠাকুরের নাম করেছি ? খাটি উপনিষদের ধৰ্ম্মই তা জগতে বলে বেড়িয়েছি। শিষ্ণু। তা বটে। কিন্তু আপনার সঙ্গে পরিচিত হইয়া দেখি“ তেছি, আপনার রামকৃষ্ণগত প্ৰাণ। যদি ঠাকুরকে ভগবানু। বলিয়াই জানিয়া থাকেন, তবে কেন ইতর সাধারণকে তাহা একেবারে বলিয়া দিন না । d স্বামিজাঁ। আমি বা বুঝেছি, তা বলছি। তুইও যদি বেদান্তের : : অদ্বৈতীমতটীকে ঠিক ধৰ্ম্ম বলে বুঝে থাকিস, তা হলে লোককে তা বুঝিয়ে দে না কেন ? 8R