পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিবেদন “স্বামি-শিষ্য-সংবাদ’ প্ৰকাশিত হইল। দেশ, সমাজ, আচার, নীতি, ধৰ্ম্ম প্রভৃতি যে সকল বিষয়ের কৰ্ত্তব্যাকৰ্ত্তব্য অনুধাবন এবং মীমাংসা করিতে যাইয়া মানব-মন সন্দেহে দোলায়মান হইয়া দিঙ নির্ণয়ে অক্ষম হয়, তত্তদ্বিষয় সম্বন্ধে পূজ্যপাদাচাৰ্য্য শ্ৰীবিবেকানন্দ স্বামিজীর অলৌকিক দূরদৃষ্টি এবং অসাধারণ বহুদৰ্শিতু, তাহাকে কি মীমাংসায় উপনীত করাইয়াছিল, গ্ৰন্থকার এই পুস্তকে उiश्iद्धई কিঞ্চিৎ পরিচয় দিবার প্রসন্ত্ৰ করিয়াছেন। শুধু তাঁহাই নহে ; যে শক্তিমান পুরুষের অদ্ভুত প্ৰতিভা এবং দিব্য চরিত্রবলে প্ৰাচ্য ও পাশ্চাত্য, উভয় জগতের মনীষিগণই স্তম্ভিত হইয়া অনতিকালপূৰ্ব্বে তাহাকে উচ্চাসন প্ৰদান করিয়াছিলেন, সেই মহামহিম স্বামী শ্ৰীবিবেকানন্দ লোকচক্ষুর অন্তরালে, মঠে সৰ্ব্বদা কিরূপ উচ্চভাবে কালক্ষেপ করিতেন, কিরূপ স্নেহে তেঁাহার শিষ্যবৰ্গকে সৰ্ব্বদা শিক্ষাদীক্ষাদি প্রদান করিতেন, নিজ গুরুভ্রাতৃগণকে কিরূপ উচ্চ সন্মান প্রদান করিতেন, এবং সৰ্ব্বোপরি নিজ গুরু শ্ৰীস্ত্রীরামকৃষ্ণদেবকে জীবনে-মরণে কিরূপ ভাবে অনুসরণ করিতেন, মধ্যে মধ্যে তদ্বিৰায়ের পরিচয়ও কিঞ্চিৎ কিঞ্চিৎ প্ৰদান করা হইয়াছে। আবার স্বামিজীর মতামত লিপিবদ্ধ করিতে অগ্রসর হইবার গুরুতর দায়িত্ব অনুভব করিয়া গ্ৰন্থকার পুস্তকখানির আদ্যোপােন্ত, স্বামিজীর বেলুড়-মঠস্থ গুরুভ্রাতৃগণের দ্বারা সংশোধিত করাইয়া লইয়াছেন । গ্ৰন্থনিবদ্ধ বিষয়সকলের স্থানকালাদিৱ নিৰ্ণয়ও যথাসাধ্য বিভাগ করিয়া পুস্তকখানিকে দুই খণ্ডে বিভক্ত করিয়া দেওয়া হইয়াছে। আবার, গ্ৰন্থখানির আদিতে সমগ্ৰ পুস্তকের বিস্তৃত সূচীপত্র এবং গ্ৰন্থ মধ্যস্থ প্ৰত্যেক অধ্যায়ের প্রারম্ভে তত্তদধ্যায়-নির্ণীত বিষয়সকলোেৱ বিস্তারিত বিবরণ দিয়া গ্ৰন্থনিবদ্ধ প্ৰত্যেক বিষয় সহজে ধরিবার পক্ষে পাঠকের সুবিধা করিয়া দেওয়া হইয়াছে। অতএব