পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম বল্পী । শিষ্য। আগে অনুভব করিব, তবে তা বুঝাইব । ঐ মত অ্যামি শুধু পড়িয়াছি মাত্র। স্বামিজী। তবে আগে অনুভূতি কৰু। তার পরে লোককে বুঝিয়ে দিবি । এখন, লোকে প্রত্যেকে যে এক একটা মতে বিশ্বাস কোরে চলে যাচ্ছে-তাতে তোর ত বলবার কিছু অধিকার নাই। কারণ, তুইও তা এখন তাদের মত একটা ধৰ্ম্মমতে বিশ্বাস করে চলেছিস্ বই ত নয়। শিস্য । ই-আমিও একটা বিশ্বাস করিয়া চলিয়াছি বটে ; কিন্তু আমার প্রমাণ-শাস্ত্ৰ। আমি শাস্ত্রের বিরোধী মত মানি না। স্বামিজা। শাস্ত্ৰ মানে কি ? উপনিষদ প্রমাণ হলে, বাইবেল, জেন্দাবোস্তাই বা প্ৰমাণ হবে না কেন ? শিশ্য । এই সকল গ্রন্থের প্রামাণ্য স্বীকার করিলেও বেদের মত DBB D DBD gBtB OK DDD SS DBDBD DBBSDDS সমাধান বেদে যেমন আছে, এমন ত আর কোথাও নাই । স্বামিজী। বেশ, তোর কথা নয় মেনেই নিলুম। কিন্তু বেদ ভিন্ন আর কোথাও যে সত্য নাই, এ কথা বলবার তোর কি অধিকার? শিষ্য। বেদ ভিন্ন অন্য সকল ধৰ্ম্মগ্রন্থে সত্য থাকিতে পারে, । তদ্বিষয়ের বিরুদ্ধে আমি কিছু বলিতেছি না ; কিন্তু আমি উপনিষদের মতই মেনে ধাব। আমার এতে খুব বিশ্বাস। স্বামিজী। তা করু, তবে আর কারও যদি ঐ রূপ কোনমতে “খুব’ বিশ্বাস হয়, তবে তাকেও ঐ বিশ্বাসে চলে যেতে দিস।। দেথবি-পরে তুই ও সে এক যায়গায় পৌঁছিবি। মহিয়- ] স্তবে পড়িনি?-“ত্বমসি পয়সামর্ণবাইব ।” 8)