পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

सछे बड़ौ । দিতে প্ৰতিশ্রত হইয়াছেন। আজ শিষ্যের জীবনে সৰ্ব্বাপেক্ষা বিশেষ দিন! শিষ্য প্রত্যুষে গঙ্গাস্নানান্তে, কতকগুলি লিচু ও অন্য দ্রব্যাদি কিনিয়া বেল ৮টা আন্দাজ আলমবাজার মােঠ উপস্থিত হইয়াছে। শিষ্যকে দেখিয়া স্বামিজী রহস্য করিয়া বলিলেন, “আজি তোকে ‘বলি’ দিতে হবে-না ?”

  • স্বামিজী শিষ্যকে ঐ কথা বলিয়া আবার হাস্যমুখে সকলের সঙ্গে আমেরিকার নানা প্ৰসঙ্গ করিতে লাগিলেন । ধৰ্ম্মজীবন গঠন করিতে হইলে কিরূপ একনিষ্ঠ হইতে হয়, গুরুতে কিরূপ অচল বিশ্বাস ও দৃঢ় ভক্তিভােব রাখিতে হয়, গুরুবাক্যে কিরূপ আস্থা স্থাপন করিতে হয় এবং গুরুর জন্য কিরূপ প্ৰাণ পৰ্য্যন্ত বিসর্জন দিতে প্ৰস্তুত হইতে হয়, এ সকল প্রসঙ্গও সঙ্গে সঙ্গে হইতে লাগিল । অনন্তর তিনি শিষ্যকে কতকগুলি প্রশ্ন করিয়া তাহার হৃদয় পরীক্ষা করিতে লাগিলেন—“আমি তোকে যথন যে কাজ করতে বলব, তখনি তা যথাসাধ্য করুবি ত ? যদি গঙ্গায় ঝাপ দিলে বা ছাদের উপর থেকে লাফিয়ে পড়লে তোর মঙ্গল হবে বুঝে তাই কবৃতে্যু বলি, তাহলে তাও অবিচারে করতে পারুবি ত ? এখনও ক্ৰেৰে দেখা ; নইলে সহসা গুরু বলে গ্ৰহণ করতে এগুস নি।” এইরূপে, কয়েকটি প্রশ্ন করিয়া স্বামিজী শিষ্যের মনের বিশ্বাসের দেী বুঝিতে লাগিলেন। শিষ্যও নতশিরে “পারিব” বলিয়া প্ৰতি গ্রুশ্নের উত্তর দিতে লাগিল।

স্বামিজী বলিতে गांशिष्णन-विनि यरे गशांब-य পারে নিয়ে যান, যিনি কৃপা করে সমস্ত মানসিক আৰ্বিাধিবিনষ্ট DBDSDDD Bi BDi S BBDBBDBD SYiOiBB DDD