স্বামি-শিষ্য-সংবাদ । শিষ্য ঐ বিষয়ের যথাসাধ্য উত্তর দান করিলে মহাবীজমন্ত্র তাহার কৰ্ণমূলে তিনবার উচ্চারণ কুরিলেন এবং পরে শিষ্যকে তিনবার D BumBtD DBDBDS DDBBDD S SBDBDD KLBDDBD KDT উপদেশ প্ৰদান করিয়া, স্থির হইয়া অনিমেষন্নয়নে শিষ্যের নয়নপানে কিছুক্ষণ চাহিয়া রহিলেন। শিষের মন এখন স্তব্ধ ও একাগ্ৰ হওয়ায় সে এক অনিৰ্ব্বচনীয় ভাবে স্থির হইয়া বসিয়া রহিল; কতক্ষণ এভাবে কাটিল, তাহা কিছুমাত্ৰ বুঝিতে পারিল না। অনন্তর স্বামিজী বলিলেন-“গুরুদক্ষিণা দে !” শিষ্য বলিল “কি দিব ?” শুনিয়া স্বামিজী অনুমতি করিলেন-“যা ভাণ্ডার থেকে কোন ফল নিয়ে আয়।” শিষ্য দৌড়িয়া ভাণ্ডারে গেল এবং ১০১৫ টা লিচু লইয়া পুনরায় ঠাকুরঘরে আসিল । স্বামিৰ্জীর হস্তে সেগুলি দিবামাত্র তিনি একটী একটা করিয়া সেই লিচুগুলি সমস্ত খাইয়া ফেলিলেন এবং বলিলেন-“যা তোর গুরুদক্ষিণা দেওয়া হয়ে গেল ।” শিষ্য ঠাকুরঘরে স্বামিজীর নিকটে যখন দীক্ষিত হইতেছিল, তখন মঠের অপর এক ব্যক্তি সহসা দীক্ষিত হইতে কৃতসংস্কল্প হইল। স্বারের বাহিয়ে দণ্ডায়মান ছিলেন। স্বামি শুদ্ধানন্দ তখন ব্ৰহ্মচারী রূপে মঠ ভুক্ত হইলেও ইতিপূৰ্ব্বে তান্ত্রিকী দীক্ষা গ্ৰহণ করেন নাই, '. শিষ্যকে অন্ত ঐভাবে দীক্ষিত হইতে দেখিয়া তিনিও এখন ঐবিষয়ে উৎসাহিত হইয়া উঠিলেন এবং দীক্ষা গ্ৰহণ করিয়া শিষ্য ঠাকুরঘর t DB DD D DB BD DBD DBDSDD আপন অভিপ্রায় জ্ঞাপন করিলেন। স্বামিজীও স্বামী শুদ্ধানদের আগ্রহাতিশয় দেখিয়া ঐ বিষয়ে সম্মত হইয়া পুনরায় পুজায় আসন গ্ৰহণ করিত্বেন।
পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/৬৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।